ক্রীড়া ডেস্ক
‘ম্যাভেরিক’ ইংরেজি শব্দটির বাংলা অর্থ ‘ভবঘুরে’। সেই ভবঘুরে স্ট্যান বোলস চলে গেলেন। গতকাল ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘ম্যাভেরিক’ নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে আলঝেইমার বা স্মৃতিলোপ রোগে ভুগছিলেন তিনি। বোলসের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাতে নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
১৯৭০ দশকের ইংল্যান্ডের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো বোলসকে। মাঠের বাইরে রঙিন জীবনযাপনের জন্য অনুরাগীদের কাছে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটিতে।
এরপর আরও দুই ক্লাব ঘুরে ১৯৭২ সালে যোগ দেন কিউপিআরে (কুইন্স পার্ক রেঞ্জার্স)। সেখানেই কাটিয়েছেন পেশাদারি ক্যারিয়ারের সেরা সময়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে ৭ মৌসুমে ৩১৫ লিগ ম্যাচে ৯৭ গোল করেন বোলস। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম বিভাগে রানার-আপ হওয়া কিউপিএআর দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
১৯৯৬ সালে প্রকাশিত বোলসের অটোবায়োগ্রাফিতে জানা যায়, অতিরিক্ত মদ্যপান, নারী আসক্তি, জুয়া তাঁকে ভুগিয়েছিল খেলোয়াড়ি দিনগুলেতে। এমনকি সেসব তাঁর ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। ১৯৭৯ সালে কিউপিআর ছেড়ে ব্রায়ান কফের নটিংহাম ফরেস্টে যোগ দেন বোলস। কিন্তু সেখান কাটান ব্যর্থ এক মৌসুম, যার কারণে এক বছর পর তাঁকে চলে যেতে হয় দ্বিতীয় বিভাগের দল লেয়টন ওরিয়েন্টে।
অসাধারণ প্রতিভাবান হলেও বোলস ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র পাঁচবার। গোল করেছেন মাত্র একটি, ১৯৭৪ সালে ওয়েলসের বিপক্ষে। তাঁর মৃত্যতে শোক জানিয়ে এক বিবৃতিতে কিউপিআর লিখেছে, ‘ভারী হৃদয়ে আমরা জানতে পেরেছি, কিউপিআর আইকন স্টান বোলস আজ (শনিবার) সন্ধ্যায় চলে গেছেন ৭৫ বছর বয়সে। শান্তিতে ঘুমান তিনি।’
‘ম্যাভেরিক’ ইংরেজি শব্দটির বাংলা অর্থ ‘ভবঘুরে’। সেই ভবঘুরে স্ট্যান বোলস চলে গেলেন। গতকাল ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ‘ম্যাভেরিক’ নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে আলঝেইমার বা স্মৃতিলোপ রোগে ভুগছিলেন তিনি। বোলসের মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাতে নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
১৯৭০ দশকের ইংল্যান্ডের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো বোলসকে। মাঠের বাইরে রঙিন জীবনযাপনের জন্য অনুরাগীদের কাছে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শিক্ষানবিশ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটিতে।
এরপর আরও দুই ক্লাব ঘুরে ১৯৭২ সালে যোগ দেন কিউপিআরে (কুইন্স পার্ক রেঞ্জার্স)। সেখানেই কাটিয়েছেন পেশাদারি ক্যারিয়ারের সেরা সময়। পশ্চিম লন্ডনের ক্লাবটির হয়ে ৭ মৌসুমে ৩১৫ লিগ ম্যাচে ৯৭ গোল করেন বোলস। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম বিভাগে রানার-আপ হওয়া কিউপিএআর দলের মূল খেলোয়াড় ছিলেন তিনি। সেবার চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
১৯৯৬ সালে প্রকাশিত বোলসের অটোবায়োগ্রাফিতে জানা যায়, অতিরিক্ত মদ্যপান, নারী আসক্তি, জুয়া তাঁকে ভুগিয়েছিল খেলোয়াড়ি দিনগুলেতে। এমনকি সেসব তাঁর ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছিল। ১৯৭৯ সালে কিউপিআর ছেড়ে ব্রায়ান কফের নটিংহাম ফরেস্টে যোগ দেন বোলস। কিন্তু সেখান কাটান ব্যর্থ এক মৌসুম, যার কারণে এক বছর পর তাঁকে চলে যেতে হয় দ্বিতীয় বিভাগের দল লেয়টন ওরিয়েন্টে।
অসাধারণ প্রতিভাবান হলেও বোলস ইংল্যান্ডের জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র পাঁচবার। গোল করেছেন মাত্র একটি, ১৯৭৪ সালে ওয়েলসের বিপক্ষে। তাঁর মৃত্যতে শোক জানিয়ে এক বিবৃতিতে কিউপিআর লিখেছে, ‘ভারী হৃদয়ে আমরা জানতে পেরেছি, কিউপিআর আইকন স্টান বোলস আজ (শনিবার) সন্ধ্যায় চলে গেছেন ৭৫ বছর বয়সে। শান্তিতে ঘুমান তিনি।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে