ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। ম্যাচের বাকি দুই দিন। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৯৮ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। ১২ রান যোগ করতেই পাকিস্তান তাদের পঞ্চম উইকেট হারায়। ১০ রান করা ফাহিম আশরাফের উইকেট তুলে নেন জো রুট। ফাহিমের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে নওয়াজ-শাকিল যোগ করেন ৮০ রান। ৪৫ রান করা নওয়াজকে আউট করে এই জুটি ভাঙেন মার্ক উড।
নওয়াজের পর শাকিলকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান উড। মাত্র ৬ রানের জন্য টেস্টের প্রথম সেঞ্চুরি মিস করেন শাকিল। আবরার আহমেদ এসে পাকিস্তানের পালে হাওয়া দিচ্ছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তানের এই টেলএন্ডার ব্যাটার। এরপর পাকিস্তান অলআউট হয়ে যায় ৩২৮ রানে। এক দিন আগেই ম্যাচ জেতে ইংলিশরা। পাকিস্তানের এই ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন শাকিল। ইংলিশ বোলারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন উড।
ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলে করেছেন ১১৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা এই ইংলিশ ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড।
রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। ম্যাচের বাকি দুই দিন। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৯৮ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল। ১২ রান যোগ করতেই পাকিস্তান তাদের পঞ্চম উইকেট হারায়। ১০ রান করা ফাহিম আশরাফের উইকেট তুলে নেন জো রুট। ফাহিমের বিদায়ের পর উইকেটে আসেন মোহাম্মদ নওয়াজ। নওয়াজকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে নওয়াজ-শাকিল যোগ করেন ৮০ রান। ৪৫ রান করা নওয়াজকে আউট করে এই জুটি ভাঙেন মার্ক উড।
নওয়াজের পর শাকিলকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান উড। মাত্র ৬ রানের জন্য টেস্টের প্রথম সেঞ্চুরি মিস করেন শাকিল। আবরার আহমেদ এসে পাকিস্তানের পালে হাওয়া দিচ্ছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন পাকিস্তানের এই টেলএন্ডার ব্যাটার। এরপর পাকিস্তান অলআউট হয়ে যায় ৩২৮ রানে। এক দিন আগেই ম্যাচ জেতে ইংলিশরা। পাকিস্তানের এই ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন শাকিল। ইংলিশ বোলারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন উড।
ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। দুই ইনিংস মিলে করেছেন ১১৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা এই ইংলিশ ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইংল্যান্ড।
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৩ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৪ ঘণ্টা আগে