ক্রীড়া ডেস্ক
ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে