ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি।
গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’
আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি।
গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’
আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে