ক্রীড়া ডেস্ক
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূরণ হলো আজ। গত বছরের এই দিনে ফুটবলবিশ্বকে স্তব্ধ করে পৃথিবীকে বিদায় জানান ফুটবলের এই অনন্য জাদুকর। ম্যারাডোনা নেই, তবে না থেকেও ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ঠিকই রয়ে গেছেন তিনি। মৃত্যুর এক বছর পর বুয়েন্স এইরেস-নেপলস ছাড়িয়ে তাঁকে স্মরণ করছেন বিশ্বব্যাপী কোটি ভক্ত-সমর্থকেরা।
বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই শুরু হয় ম্যারাডোনাকে স্মরণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ম্যারাডোনাকে স্মরণ করেছেন। অনেকে তাঁর জাদুকরী মুহূর্তের ভিডিও শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
নানা আয়োজনে সর্বকালের অন্যতম সেরা এই তারকার প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল আরও আগে থেকেই। বুয়েন্স এইরেস ও নেপলস শহরে কদিন ধরেই বাড়ছিল ম্যারাডোনার ভক্তদের ভিড়। বার্তা সংস্থা রয়টার্সকে এজকুয়েল রোজি নামে এক ভক্ত বলেন, ‘ডিয়েগো আমাদের অনেক কিছু অনুভব করতে শিখিয়েছেন। এটা খুব দারুণ ব্যাপার যে একটি শিশু কোনো কিছু ছাড়াই শুরু করে হঠাৎ করেই সব পেয়ে যায়। তিনি আমাদের এই স্বপ্ন দেখতে শিখিয়েছেন যে আমরাও চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারি।’
ম্যারাডোনাকে স্মরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। তিনি বলেন, ‘মনে হচ্ছে গতকালের ঘটনা। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা অবিশ্বাস্য যে তার মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কখনো কখনো মনে হয় তাঁকে আবার টিভিতে বা সাক্ষাৎকার দিতে দেখা যাবে।’
এদিকে ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নেপলস ও বুয়েন্স এইরেস কর্তৃপক্ষ। নেপলসে আজ উদ্বোধন করা হবে ম্যারাডোনার দুটি নতুন মূর্তি।
আর আর্জেন্টিনার ক্লাব ম্যাচগুলোতে আজ খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি ক্লাবগুলোর খেলোয়াড়েরা ম্যারাডোনার ১০ নম্বর জার্সির মতো করে মাঠে দাঁড়িয়ে তাঁকে স্মরণ করবেন। আর্জেন্টিনা ফুটবল লিগ ম্যারাডোনা স্মরণে বানিয়েছে একটি ভিডিও চিত্রও।
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূরণ হলো আজ। গত বছরের এই দিনে ফুটবলবিশ্বকে স্তব্ধ করে পৃথিবীকে বিদায় জানান ফুটবলের এই অনন্য জাদুকর। ম্যারাডোনা নেই, তবে না থেকেও ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ঠিকই রয়ে গেছেন তিনি। মৃত্যুর এক বছর পর বুয়েন্স এইরেস-নেপলস ছাড়িয়ে তাঁকে স্মরণ করছেন বিশ্বব্যাপী কোটি ভক্ত-সমর্থকেরা।
বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই শুরু হয় ম্যারাডোনাকে স্মরণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ম্যারাডোনাকে স্মরণ করেছেন। অনেকে তাঁর জাদুকরী মুহূর্তের ভিডিও শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
নানা আয়োজনে সর্বকালের অন্যতম সেরা এই তারকার প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল আরও আগে থেকেই। বুয়েন্স এইরেস ও নেপলস শহরে কদিন ধরেই বাড়ছিল ম্যারাডোনার ভক্তদের ভিড়। বার্তা সংস্থা রয়টার্সকে এজকুয়েল রোজি নামে এক ভক্ত বলেন, ‘ডিয়েগো আমাদের অনেক কিছু অনুভব করতে শিখিয়েছেন। এটা খুব দারুণ ব্যাপার যে একটি শিশু কোনো কিছু ছাড়াই শুরু করে হঠাৎ করেই সব পেয়ে যায়। তিনি আমাদের এই স্বপ্ন দেখতে শিখিয়েছেন যে আমরাও চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারি।’
ম্যারাডোনাকে স্মরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। তিনি বলেন, ‘মনে হচ্ছে গতকালের ঘটনা। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা অবিশ্বাস্য যে তার মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কখনো কখনো মনে হয় তাঁকে আবার টিভিতে বা সাক্ষাৎকার দিতে দেখা যাবে।’
এদিকে ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নেপলস ও বুয়েন্স এইরেস কর্তৃপক্ষ। নেপলসে আজ উদ্বোধন করা হবে ম্যারাডোনার দুটি নতুন মূর্তি।
আর আর্জেন্টিনার ক্লাব ম্যাচগুলোতে আজ খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি ক্লাবগুলোর খেলোয়াড়েরা ম্যারাডোনার ১০ নম্বর জার্সির মতো করে মাঠে দাঁড়িয়ে তাঁকে স্মরণ করবেন। আর্জেন্টিনা ফুটবল লিগ ম্যারাডোনা স্মরণে বানিয়েছে একটি ভিডিও চিত্রও।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে