ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা খোয়ানোর পর এমনিতেই হতাশ কলম্বিয়া ফুটবল দল। সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে না লাগাতেই আরও একটি দুঃসংবাদ পেল কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানকে ছেলেসহ গ্রেপ্তার করেছে ইন্টার মায়ামি পুলিশ।
কলম্বিয়ার ফুটবলপ্রধান র্যামন জেসুরুন ও র্যামন জামিলকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসিকে পাঠানো এক চিঠিতে মায়ামি ডেড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে হার্ডরক স্টেডিয়ামে খেলা শেষেই গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে। হেসুরুন ও তাঁর ছেলে যখন ম্যাচের পর মাঠে ঢুকতে যান, তখনই আটকে দেন নিরাপত্তাকর্মীরা। পুলিশের মতে, দেরির কারণে দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় এক নিরাপত্তারক্ষী র্যামনের ছেলের বুকে হাতের তালুর মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যাপারটি র্যামন ও তাঁর ছেলে দুজনের কেউই মেনে নিতে পারেননি। র্যামন তখন নিরাপত্তাকর্মীকে ধাক্কা মারেন। এরপর র্যামনের ছেলে সেই নিরাপত্তাকর্মীকে ঘাড় ধরে নিচে ফেলে ঘুষি মারেন। তবে র্যামন অথবা তাঁর ছেলে কেউই কোনো মন্তব্য করেননি।
মায়ামি হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল এমনিই ছিল ঘটনাবহুল, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া। ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী টপকে অনেকে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ড হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয়েছিল ৭টা ২০ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে লাওতারো মার্তিনেজ ম্যাচে প্রথম গোল করেন। ১-০ গোলে জিতে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল আর্জেন্টিনা। অন্যদিকে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া ধাক্কা খেল ফাইনালে এসেই।
আরও পড়ুন:
আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা খোয়ানোর পর এমনিতেই হতাশ কলম্বিয়া ফুটবল দল। সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে না লাগাতেই আরও একটি দুঃসংবাদ পেল কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানকে ছেলেসহ গ্রেপ্তার করেছে ইন্টার মায়ামি পুলিশ।
কলম্বিয়ার ফুটবলপ্রধান র্যামন জেসুরুন ও র্যামন জামিলকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসিকে পাঠানো এক চিঠিতে মায়ামি ডেড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে হার্ডরক স্টেডিয়ামে খেলা শেষেই গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে। হেসুরুন ও তাঁর ছেলে যখন ম্যাচের পর মাঠে ঢুকতে যান, তখনই আটকে দেন নিরাপত্তাকর্মীরা। পুলিশের মতে, দেরির কারণে দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় এক নিরাপত্তারক্ষী র্যামনের ছেলের বুকে হাতের তালুর মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যাপারটি র্যামন ও তাঁর ছেলে দুজনের কেউই মেনে নিতে পারেননি। র্যামন তখন নিরাপত্তাকর্মীকে ধাক্কা মারেন। এরপর র্যামনের ছেলে সেই নিরাপত্তাকর্মীকে ঘাড় ধরে নিচে ফেলে ঘুষি মারেন। তবে র্যামন অথবা তাঁর ছেলে কেউই কোনো মন্তব্য করেননি।
মায়ামি হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল এমনিই ছিল ঘটনাবহুল, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া। ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী টপকে অনেকে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ড হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয়েছিল ৭টা ২০ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে লাওতারো মার্তিনেজ ম্যাচে প্রথম গোল করেন। ১-০ গোলে জিতে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল আর্জেন্টিনা। অন্যদিকে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া ধাক্কা খেল ফাইনালে এসেই।
আরও পড়ুন:
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে