ক্রীড়া ডেস্ক
চেলসিতে হোয়াও ফেলিক্সের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। দল তো হেরেছেই, এমনকি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ এই স্ট্রাইকারকে।
গতকাল ক্রেভেন কটেজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ফুলহাম-চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করেছিলেন ফেলিক্স। যার ফলে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন ফেলিক্স।
১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে। ২৫ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৪৭ মিনিটে কালিদু কৌলিবালির গোলে সমতায় ফিরেছিল চেলসি। আর ৭৩ মিনিটে কার্লোস ভিনিসিউসের গোলে এগিয়ে যায় ফুলহাম। ভিনিসিউসের এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
আতলেতিকো মাদ্রিদ থেকে এসে চেলসিতে ধারে খেলছেন ফেলিক্স। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ৯৭ লাখ পাউন্ডের ধারচুক্তিতে চেলসিতে খেলবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। আতলেতিকোর হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ১৮ গোলে অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারের।
চেলসিতে হোয়াও ফেলিক্সের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। দল তো হেরেছেই, এমনকি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ এই স্ট্রাইকারকে।
গতকাল ক্রেভেন কটেজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ফুলহাম-চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করেছিলেন ফেলিক্স। যার ফলে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন ফেলিক্স।
১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে। ২৫ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৪৭ মিনিটে কালিদু কৌলিবালির গোলে সমতায় ফিরেছিল চেলসি। আর ৭৩ মিনিটে কার্লোস ভিনিসিউসের গোলে এগিয়ে যায় ফুলহাম। ভিনিসিউসের এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
আতলেতিকো মাদ্রিদ থেকে এসে চেলসিতে ধারে খেলছেন ফেলিক্স। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ৯৭ লাখ পাউন্ডের ধারচুক্তিতে চেলসিতে খেলবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। আতলেতিকোর হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ১৮ গোলে অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারের।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৬ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ ঘণ্টা আগে