ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৩৭ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে