ক্রীড়া ডেস্ক
প্রথম ওয়ানডেতে হঠাৎ ধসে পড়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ দলও। ২ উইকেটে ১২০ রান তুলে ইঙ্গিত দিচ্ছিল জয়ের। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে হেরেই যায় বাংলাদেশ।
দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে থিতু ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।
ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় শারজায় আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
মিরাজের মতে, ম্যাচটা তাঁদেরই শেষ করে আসা উচিত ছিল। কিন্তু বলের লাইন বোঝাই যেন কঠিন ব্যাপার ছিল মিরাজ-শান্তর জন্য। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’
মিরাজ বললেন ভুল করেছেন তাঁরা, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’ আফগানদের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে হঠাৎ ধসে পড়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ দলও। ২ উইকেটে ১২০ রান তুলে ইঙ্গিত দিচ্ছিল জয়ের। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে হেরেই যায় বাংলাদেশ।
দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে থিতু ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।
ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় শারজায় আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
মিরাজের মতে, ম্যাচটা তাঁদেরই শেষ করে আসা উচিত ছিল। কিন্তু বলের লাইন বোঝাই যেন কঠিন ব্যাপার ছিল মিরাজ-শান্তর জন্য। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’
মিরাজ বললেন ভুল করেছেন তাঁরা, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’ আফগানদের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে