ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অপেক্ষা ফুরাবে এমনই স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদের সেই স্বপ্নে বাঁধ সাধে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে নিস্তব্ধ করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু ফাইনাল বাধা পেরোতে পারেনি তারা। শেষে এসে এভাবে নিজেদের হৃদয় ভেঙে যাওয়ায় নিজেদের সামলিয়ে রাখতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। মনকে হালকা করতে মাঠেই কেঁদেছেন অনেকে। কোহলির চোখ ছলছল না করলেও পেসার মোহাম্মদ সিরাজ সামলাতে পারেননি নিজেকে। পরে কান্নার সংক্রমণ ছড়িয়ে পড়েছে ড্রেসিংরুমেও।
ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিতে তাই ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত-কোহলিদের সান্ত্বনা দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। ভিডিওর শুরুতেই কোহলি-রোহিতকে সান্ত্বনা দেন মোদি।
সান্ত্বনা দেওয়ার সময় ভিডিওতে মোদি বলেছেন, ‘টানা ১০ ম্যাচ জিতেছ তোমরা। এমনটা হতেই পারে। দয়া করে হাসো, পুরো দেশ তোমাদের দেখছে। ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করা উচিত।’ পরে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার পর গুজরাটের ছেলে রবীন্দ্র জাদেজাকে বলেন, ‘এই যে বাবু...।’
জাদেজার সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলার পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিকে সান্ত্বনা দিয়ে বুকে টেনে নেন মোদি। এরপর শামিকে তিনি বলেন, ‘দুর্দান্ত, শামি। এবার সত্যি অসাধারণ খেলেছ।’
শেষে ভারতীয় দলকে দিল্লিতে নিমন্ত্রণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘তোমরা সত্যিকার অর্থেই পরিশ্রম করেছ এবং অসাধারণ খেলেছ। এমনটা হতেই পারে। একসঙ্গে থাকো এবং একে অন্যকে অনুপ্রেরণা দিয়ে যাও। তোমরা দিল্লিতে আসার পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমার পক্ষ থেকে তোমাদের সবার নিমন্ত্রণ রইল।’
ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অপেক্ষা ফুরাবে এমনই স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদের সেই স্বপ্নে বাঁধ সাধে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে নিস্তব্ধ করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু ফাইনাল বাধা পেরোতে পারেনি তারা। শেষে এসে এভাবে নিজেদের হৃদয় ভেঙে যাওয়ায় নিজেদের সামলিয়ে রাখতে পারেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। মনকে হালকা করতে মাঠেই কেঁদেছেন অনেকে। কোহলির চোখ ছলছল না করলেও পেসার মোহাম্মদ সিরাজ সামলাতে পারেননি নিজেকে। পরে কান্নার সংক্রমণ ছড়িয়ে পড়েছে ড্রেসিংরুমেও।
ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিতে তাই ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত-কোহলিদের সান্ত্বনা দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। ভিডিওর শুরুতেই কোহলি-রোহিতকে সান্ত্বনা দেন মোদি।
সান্ত্বনা দেওয়ার সময় ভিডিওতে মোদি বলেছেন, ‘টানা ১০ ম্যাচ জিতেছ তোমরা। এমনটা হতেই পারে। দয়া করে হাসো, পুরো দেশ তোমাদের দেখছে। ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করা উচিত।’ পরে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার পর গুজরাটের ছেলে রবীন্দ্র জাদেজাকে বলেন, ‘এই যে বাবু...।’
জাদেজার সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলার পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিকে সান্ত্বনা দিয়ে বুকে টেনে নেন মোদি। এরপর শামিকে তিনি বলেন, ‘দুর্দান্ত, শামি। এবার সত্যি অসাধারণ খেলেছ।’
শেষে ভারতীয় দলকে দিল্লিতে নিমন্ত্রণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘তোমরা সত্যিকার অর্থেই পরিশ্রম করেছ এবং অসাধারণ খেলেছ। এমনটা হতেই পারে। একসঙ্গে থাকো এবং একে অন্যকে অনুপ্রেরণা দিয়ে যাও। তোমরা দিল্লিতে আসার পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমার পক্ষ থেকে তোমাদের সবার নিমন্ত্রণ রইল।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৩৯ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে