নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে