ক্রীড়া ডেস্ক
চোটে পড়ায় এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ড তিন ম্যাচে জিতেছে একটি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ চতুর্থ ম্যাচে দলে ফিরেছেন স্টোকস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। লিয়াম লিভিংস্টোনের জায়গায় এসেছেন স্টোকস। ক্রিস ওকস ও স্যাম কারানের পরিবর্তে এসেছেন ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসন। উইলি, স্টোকস দুই পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অ্যাটকিনসন, মার্ক উড ও রিস টপলি।
অন্যদিকে অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন না। বাভুমার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের আজ নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় একাদশে এসেছেন রিজা হেনড্রিকস। এই একটিই পরিবর্তন প্রোটিয়াদের একাদশে। লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা—এই দুই পেসারের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, , লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, গাস অ্যাটকিনসন, রিস টপলি
চোটে পড়ায় এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ড তিন ম্যাচে জিতেছে একটি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ চতুর্থ ম্যাচে দলে ফিরেছেন স্টোকস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। লিয়াম লিভিংস্টোনের জায়গায় এসেছেন স্টোকস। ক্রিস ওকস ও স্যাম কারানের পরিবর্তে এসেছেন ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসন। উইলি, স্টোকস দুই পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অ্যাটকিনসন, মার্ক উড ও রিস টপলি।
অন্যদিকে অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন না। বাভুমার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের আজ নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় একাদশে এসেছেন রিজা হেনড্রিকস। এই একটিই পরিবর্তন প্রোটিয়াদের একাদশে। লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা—এই দুই পেসারের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, , লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, ডেভিড মালান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, মার্ক উড, গাস অ্যাটকিনসন, রিস টপলি
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১৩ ঘণ্টা আগে