নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসানের এখনো ক্রিকেট নিয়েই ব্যস্ততা। সেখানে তিনি ব্যস্ত ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে। এই লিগের পর চলতি মাসের মাঝামাঝি সাকিব কি দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে? উত্তরটা এখনো নিশ্চিত করে বলার উপায় নেই। তবে সাকিবকে দেশের মাঠে বিদায় দিতে ইতিবাচক ক্রীড়া উপদেষ্টা আর সুর বদলেছেন বিসিবি সভাপতিও।
কানপুরে অবসরের ঘোষণায় সাকিব দেশের মাঠে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁদের হাতে নেই। কাল অবশ্য ফারুক মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার। আইনি বিষয়টা আমি বলতে পারব না। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন ওর সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলন মাঠে যাবে—এসব দায়িত্ব নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
সাকিবকে নিয়ে শুরুতে যেভাবে কঠিন মন্তব্য করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কদিন আগে তিনিও বেশ পরিষ্কার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডারকে নিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আরব আমিরাতে যাওয়া আসিফ শারজায় বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন। বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান; আমি চাই, সেই সুযোগ যেন তিনি পান।’ তিনি এ-ও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ, বিষয়টা আইন মন্ত্রণালয়ের।’
ক্রীড়া উপদেষ্টাই গত মাসে ঢাকায় নিজ মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে সাকিব প্রসঙ্গে বলেছিলেন, ‘ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে...আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল আর একজন গানম্যান থাকে। আমার ওপর যদি দেশের ১৬ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ-ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? সে ক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই কমাতে হবে আমার কথা দিয়ে। ওনাকে ওনার জায়গা পরিষ্কার করতে হবে।’
সাকিব দেশে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশের পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া-আবেগ তৈরি হয়েছে, সেটির পরিপ্রেক্ষিতে নীতিনির্ধারকদের সুর পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক নয়। গুঞ্জন আছে, গত সপ্তাহে আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাকিবের দেখাও হয়েছে। আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে সাকিব-ঘনিষ্ঠরা জানিয়েছেন, দেশের মাঠে বিদায় নিয়ে সরকারের চিন্তাভাবনা কিংবা বিসিবির যতই সুর পরিবর্তন হোক, এখনো তিনি আশ্বস্ত নন। তারকা অলরাউন্ডার মনে করেন, যতক্ষণ হত্যা মামলায় নাম আছে তাঁর, ততক্ষণ কোনো না কোনো ঝামেলার আশঙ্কা থাকবে। এই আশঙ্কা নিয়ে তিনি দেশে আসার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সাকিব সিদ্ধান্ত নেবেন সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট শুরু ২১ অক্টোবর। এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও যুক্তরাষ্ট্র থেকে লম্বা ভ্রমণ শেষে দেশে ফিরে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে হলে সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময়ও কিন্তু নেই।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসানের এখনো ক্রিকেট নিয়েই ব্যস্ততা। সেখানে তিনি ব্যস্ত ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে। এই লিগের পর চলতি মাসের মাঝামাঝি সাকিব কি দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে? উত্তরটা এখনো নিশ্চিত করে বলার উপায় নেই। তবে সাকিবকে দেশের মাঠে বিদায় দিতে ইতিবাচক ক্রীড়া উপদেষ্টা আর সুর বদলেছেন বিসিবি সভাপতিও।
কানপুরে অবসরের ঘোষণায় সাকিব দেশের মাঠে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁদের হাতে নেই। কাল অবশ্য ফারুক মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার। আইনি বিষয়টা আমি বলতে পারব না। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন ওর সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলন মাঠে যাবে—এসব দায়িত্ব নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
সাকিবকে নিয়ে শুরুতে যেভাবে কঠিন মন্তব্য করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কদিন আগে তিনিও বেশ পরিষ্কার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডারকে নিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আরব আমিরাতে যাওয়া আসিফ শারজায় বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন। বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান; আমি চাই, সেই সুযোগ যেন তিনি পান।’ তিনি এ-ও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ, বিষয়টা আইন মন্ত্রণালয়ের।’
ক্রীড়া উপদেষ্টাই গত মাসে ঢাকায় নিজ মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে সাকিব প্রসঙ্গে বলেছিলেন, ‘ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে...আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল আর একজন গানম্যান থাকে। আমার ওপর যদি দেশের ১৬ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ-ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? সে ক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই কমাতে হবে আমার কথা দিয়ে। ওনাকে ওনার জায়গা পরিষ্কার করতে হবে।’
সাকিব দেশে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশের পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া-আবেগ তৈরি হয়েছে, সেটির পরিপ্রেক্ষিতে নীতিনির্ধারকদের সুর পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক নয়। গুঞ্জন আছে, গত সপ্তাহে আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাকিবের দেখাও হয়েছে। আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে সাকিব-ঘনিষ্ঠরা জানিয়েছেন, দেশের মাঠে বিদায় নিয়ে সরকারের চিন্তাভাবনা কিংবা বিসিবির যতই সুর পরিবর্তন হোক, এখনো তিনি আশ্বস্ত নন। তারকা অলরাউন্ডার মনে করেন, যতক্ষণ হত্যা মামলায় নাম আছে তাঁর, ততক্ষণ কোনো না কোনো ঝামেলার আশঙ্কা থাকবে। এই আশঙ্কা নিয়ে তিনি দেশে আসার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সাকিব সিদ্ধান্ত নেবেন সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট শুরু ২১ অক্টোবর। এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও যুক্তরাষ্ট্র থেকে লম্বা ভ্রমণ শেষে দেশে ফিরে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে হলে সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময়ও কিন্তু নেই।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৮ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে