মাদক মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৭: ০১

চট্টগ্রামে মাদক মামলায় নজরুল ইসলাম (৪৫) নামের এক ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলমের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাবিলুপুর এলাকার বাসিন্দা। নগরীতে তিনি ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় থাকতেন।

চট্টগ্রাম জেলা দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার চৌধুরী সাইমুল বলেন, আদালত আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৪ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুর গ্রামে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৭। এই ঘটনায় ওই ট্রাকের চালক নজরুল ইসলামকে আটকের পর সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করেন র‍্যাব-৭-এর ডিএডি ফজলুল হক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র চৌধুরী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রহিমা আক্তার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত