ক্রীড়া ডেস্ক
হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখনো বহুল আলোচিত লর্ডস টেস্ট নিয়ে চলছে আলাপ-আলোচনা। উত্তাপ ছড়ানো এই টেস্ট নিয়ে এবার কিছু প্রশ্ন রেখেছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল।
এই সপ্তাহের রোববার ছিল লর্ডস টেস্টের শেষ দিন। ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর ধারণা বল ডেড হয়ে গেছে। এরপর তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। দর্শকেরা বলেছেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’
এ ছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেটের স্পিরিট অব গেম নিয়ে পরে অনেকে প্রশ্ন তুলেছেন। উত্তাপ ছড়ানো এই টেস্ট নিয়ে সামাজিকমাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছেন টফেল। নিজের লিংকডইনে দেওয়া স্ট্যাটাসে এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ার বলেছেন, ‘এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে:
কোনো আম্পায়ার কি কখনো বলেছেন যে কিপার কখনো স্ট্যাম্পিং করতে পারবে না?
প্রথম ইনিংসে বেয়ারস্টো যখন একইভাবে মারনাসকে আউট করার চেষ্টা করেছিল, তখন কোনো অভিযোগ এসেছিল?
জনি বেয়ারস্টো নিজে কি কিছু বলেছে?
আমার অভিজ্ঞতা অনুযায়ী, যখন কোনো আউট কারও পছন্দ হয় না, তখনই ক্রিকেটীয় চেতনার কথা বলে?
ফিল্ডিং দল (অস্ট্রেলিয়া) ক্রিকেটের কোন চেতনা ভাঙল?
ব্যাটারের মনোযোগ নষ্ট করতে ফিল্ডাররা (অস্ট্রেলিয়া) কিছু করেছিল?
আম্পায়াররা সিদ্ধান্ত নেওয়ার পর যখন স্টার্কের ক্যাচ আউট দেননি, ইংল্যান্ড কি তখন বেন ডাকেটকে চলে আসতে বলেছিল?’
বেয়ারস্টোর এই বিতর্কিত আউট নিয়ে সেদিন প্রথম সেশন শেষ হতে না হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। ম্যাচ শেষে সরাসরি না বললেও স্টোকস আকার-ইঙ্গিতে অস্ট্রেলিয়ার দিকেই আঙুল তুলেছেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি কি সেভাবে ম্যাচ জিততাম? এর উত্তর না।’ তাছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্র স্টোকসের কার্টুন ছেপেছে। লর্ডস টেস্ট নিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও হয়েছে তর্কযুদ্ধ।
হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখনো বহুল আলোচিত লর্ডস টেস্ট নিয়ে চলছে আলাপ-আলোচনা। উত্তাপ ছড়ানো এই টেস্ট নিয়ে এবার কিছু প্রশ্ন রেখেছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল।
এই সপ্তাহের রোববার ছিল লর্ডস টেস্টের শেষ দিন। ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর ধারণা বল ডেড হয়ে গেছে। এরপর তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। দর্শকেরা বলেছেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’
এ ছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেটের স্পিরিট অব গেম নিয়ে পরে অনেকে প্রশ্ন তুলেছেন। উত্তাপ ছড়ানো এই টেস্ট নিয়ে সামাজিকমাধ্যমে বিশাল স্ট্যাটাস দিয়েছেন টফেল। নিজের লিংকডইনে দেওয়া স্ট্যাটাসে এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ার বলেছেন, ‘এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে:
কোনো আম্পায়ার কি কখনো বলেছেন যে কিপার কখনো স্ট্যাম্পিং করতে পারবে না?
প্রথম ইনিংসে বেয়ারস্টো যখন একইভাবে মারনাসকে আউট করার চেষ্টা করেছিল, তখন কোনো অভিযোগ এসেছিল?
জনি বেয়ারস্টো নিজে কি কিছু বলেছে?
আমার অভিজ্ঞতা অনুযায়ী, যখন কোনো আউট কারও পছন্দ হয় না, তখনই ক্রিকেটীয় চেতনার কথা বলে?
ফিল্ডিং দল (অস্ট্রেলিয়া) ক্রিকেটের কোন চেতনা ভাঙল?
ব্যাটারের মনোযোগ নষ্ট করতে ফিল্ডাররা (অস্ট্রেলিয়া) কিছু করেছিল?
আম্পায়াররা সিদ্ধান্ত নেওয়ার পর যখন স্টার্কের ক্যাচ আউট দেননি, ইংল্যান্ড কি তখন বেন ডাকেটকে চলে আসতে বলেছিল?’
বেয়ারস্টোর এই বিতর্কিত আউট নিয়ে সেদিন প্রথম সেশন শেষ হতে না হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। ম্যাচ শেষে সরাসরি না বললেও স্টোকস আকার-ইঙ্গিতে অস্ট্রেলিয়ার দিকেই আঙুল তুলেছেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি কি সেভাবে ম্যাচ জিততাম? এর উত্তর না।’ তাছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্র স্টোকসের কার্টুন ছেপেছে। লর্ডস টেস্ট নিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও হয়েছে তর্কযুদ্ধ।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২৭ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে