ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের অজেয় থাকার সৌভাগ্য হয়েছে। সেই দুটি দল হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। তবে আজ থেকে আর সমানতালে চলা হবে না দুই দলের।
ধর্মশালায় আজ কোনো এক দলকে যে পরাজয় মেনে নিতে হবে। আর সেটা কার কপালে জুটবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তবে তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগে বোলিং করার সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কোনো নির্দিষ্ট কারণ নেই, গতকাল এখানে অনুশীলন করায় আমরা মনে করছি কিছুটা শিশির পড়বে। পিচ দেখতে ভালো মনে হচ্ছে। আমরা রান তাড়া করে নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাই।’
টস জিতলে নিউজিল্যান্ডও বোলিং করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টম লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। জানি শিশির আসবে। তবে যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মোমেন্টামটা ধরে রাখা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। পরিবর্তনটা যে হবে তা আগেই জানা গিয়েছিল। তবে একটি নয়, দুটি পরিবর্তন করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের অজেয় থাকার সৌভাগ্য হয়েছে। সেই দুটি দল হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। তবে আজ থেকে আর সমানতালে চলা হবে না দুই দলের।
ধর্মশালায় আজ কোনো এক দলকে যে পরাজয় মেনে নিতে হবে। আর সেটা কার কপালে জুটবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তবে তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগে বোলিং করার সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কোনো নির্দিষ্ট কারণ নেই, গতকাল এখানে অনুশীলন করায় আমরা মনে করছি কিছুটা শিশির পড়বে। পিচ দেখতে ভালো মনে হচ্ছে। আমরা রান তাড়া করে নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাই।’
টস জিতলে নিউজিল্যান্ডও বোলিং করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টম লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। জানি শিশির আসবে। তবে যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মোমেন্টামটা ধরে রাখা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। পরিবর্তনটা যে হবে তা আগেই জানা গিয়েছিল। তবে একটি নয়, দুটি পরিবর্তন করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৪ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৪ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৫ ঘণ্টা আগে