ক্রীড়া ডেস্ক
যুজবেন্দ্র চাহালকে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন সুনীল নারাইন। আইপিএল ক্যারিয়ার তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান দিচ্ছিলেন মুহুর্মুহু করতালি। দলের মেন্টর গৌতম গম্ভীর এসে জড়িয়ে ধরেন নারাইনকে।
ইডেন গার্ডেনসে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে নারাইনের সেঞ্চুরিটা তাঁর ২০২৪ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। কলকাতার ২২৩ রানের মধ্যে নারাইন একাই করেন ১০৯ রান। ক্যারিবীয় এই তারকা ব্যাটার ৫৬ বলের ইনিংসে মেরেছেন ১৩ চার ও ৯ ছক্কা। ২৭৬ রান করে নারাইন এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সঞ্জু স্যামসনের সঙ্গে যৌথভাবে তিনে। ৪৬ গড়ের পাশাপাশি নারাইন ব্যাটিং করেছেন ১৮৭.৭৫ স্ট্রাইকরেটে, টি-টোয়েন্টির সঙ্গে যা মানানসই। আইপিএল শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্মের তুঙ্গে থাকা নারাইনই গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নেন অবসর। কলকাতা-রাজস্থান ম্যাচ শেষে গতকাল জিজ্ঞেস করা হয় যে অবসর ভেঙে ফেরার ব্যাপারে নারাইন কিছু ভাবছেন কি না। উইন্ডিজ তারকা ব্যাটার বলেন, ‘যা হলো এটাই। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’
রাজস্থানের কাছে গতকাল কলকাতা হেরেছে শেষ বলের রোমাঞ্চে। জস বাটলারের সেঞ্চুরির কাছে কলকাতা হেরেছে ঠিকই। সেখানে রভম্যান পাওয়েলের ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসেরও অবদান রয়েছে। ১৭তম ওভারে নারাইনকে ২ ছক্কা ও ১ চার মেরেছেন রভম্যান। এই রভম্যানই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। নারাইনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে পাওয়েল বলেন, ‘গত ১২ মাস তাঁর (নারাইন) কানে ফিসফিস করে বলছিলাম। তবে সবাইকে তিনি ধোঁয়াশায় রেখেছেন। পোলার্ড (কাইরন), ব্রাভো (ডোয়েইন), পুরানকে (নিকোলাস) জিজ্ঞাস করেছিলাম। দল নির্বাচনের ব্যাপারে আশা করি ব্যাপারটা তাঁরা ভেবে দেখবেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারাইন খেলেন ৫১ ম্যাচ। ৬.০১ ইকোনমিতে নেন ৫২ উইকেট। তবে ব্যাটিংটা আহামরি কিছু নয় নারাইনের। উইন্ডিজ অলরাউন্ডার ১০.৩৩ গড়ে করেন ১৫৫ রান। স্ট্রাইকরেট ১১২.৩১।
যুজবেন্দ্র চাহালকে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন সুনীল নারাইন। আইপিএল ক্যারিয়ার তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান দিচ্ছিলেন মুহুর্মুহু করতালি। দলের মেন্টর গৌতম গম্ভীর এসে জড়িয়ে ধরেন নারাইনকে।
ইডেন গার্ডেনসে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে নারাইনের সেঞ্চুরিটা তাঁর ২০২৪ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। কলকাতার ২২৩ রানের মধ্যে নারাইন একাই করেন ১০৯ রান। ক্যারিবীয় এই তারকা ব্যাটার ৫৬ বলের ইনিংসে মেরেছেন ১৩ চার ও ৯ ছক্কা। ২৭৬ রান করে নারাইন এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সঞ্জু স্যামসনের সঙ্গে যৌথভাবে তিনে। ৪৬ গড়ের পাশাপাশি নারাইন ব্যাটিং করেছেন ১৮৭.৭৫ স্ট্রাইকরেটে, টি-টোয়েন্টির সঙ্গে যা মানানসই। আইপিএল শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফর্মের তুঙ্গে থাকা নারাইনই গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নেন অবসর। কলকাতা-রাজস্থান ম্যাচ শেষে গতকাল জিজ্ঞেস করা হয় যে অবসর ভেঙে ফেরার ব্যাপারে নারাইন কিছু ভাবছেন কি না। উইন্ডিজ তারকা ব্যাটার বলেন, ‘যা হলো এটাই। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’
রাজস্থানের কাছে গতকাল কলকাতা হেরেছে শেষ বলের রোমাঞ্চে। জস বাটলারের সেঞ্চুরির কাছে কলকাতা হেরেছে ঠিকই। সেখানে রভম্যান পাওয়েলের ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসেরও অবদান রয়েছে। ১৭তম ওভারে নারাইনকে ২ ছক্কা ও ১ চার মেরেছেন রভম্যান। এই রভম্যানই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। নারাইনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে পাওয়েল বলেন, ‘গত ১২ মাস তাঁর (নারাইন) কানে ফিসফিস করে বলছিলাম। তবে সবাইকে তিনি ধোঁয়াশায় রেখেছেন। পোলার্ড (কাইরন), ব্রাভো (ডোয়েইন), পুরানকে (নিকোলাস) জিজ্ঞাস করেছিলাম। দল নির্বাচনের ব্যাপারে আশা করি ব্যাপারটা তাঁরা ভেবে দেখবেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারাইন খেলেন ৫১ ম্যাচ। ৬.০১ ইকোনমিতে নেন ৫২ উইকেট। তবে ব্যাটিংটা আহামরি কিছু নয় নারাইনের। উইন্ডিজ অলরাউন্ডার ১০.৩৩ গড়ে করেন ১৫৫ রান। স্ট্রাইকরেট ১১২.৩১।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে