ক্রীড়া ডেস্ক
অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷
অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১৩ ঘণ্টা আগে