ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১১ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে