নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে নেলসনে খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তাতেও অবশ্য বাংলাদেশ দল জেতেনি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়েছে সফরকারীরা।
তাই বেশ লম্বা সময় পর সেঞ্চুরি করলেও সৌম্যর আক্ষেপ দলের হারে, ‘আমি সেঞ্চুরিতে খুশি, কিন্তু দল হেরে যাওয়ায় খারাপ লাগছে। আমরা যদি জিততাম, সেঞ্চুরি আরও স্পেশাল হতো।’
সেক্সটন ওভালে কিউই পেসারদের তোপে ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। এনামুল হক বিজয় ২, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফেরেন সমান ৬ রানে। ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত এক সৌম্য রইলেন দাঁড়িয়ে। সতীর্থের আসা-যাওয়ার মিছিলে রানের গতি সচল রাখেন এই বাঁহাতি ব্যাটার।
৮০ রানে বাংলাদেশ তাওহীদ হৃদয়ের (১২) উইকেটও হারায়। গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারিয়ে ধুঁকছিল তখন অতিথিরা। মূলত পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে তারা। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফিফটি পেরোনো আরেকটি জুটির কল্যাণে ২৯১ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১ বল আগেই অলআউট হয় বাংলাদেশ। সৌম্য ফেরেন ৫০তম ওভারের প্রথম বলে। উইলিয়াম ও’রোয়ার্কের বলে আউট হওয়ার আগে ১৫১ বলে ১৬৯ রানে থামে তাঁর অসাধারণ ইনিংস। মেরেছেন ২২টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি।
সৌম্যর মতে, পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। ম্যাচ-সেরা হয়ে এই ওপেনার বললেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতেও পারত। মাঝে আমরা দুটি জুটি পেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে আমরা ভালো স্কোর পেতাম।’
নিজের ইনিংস আর দিনের প্রিয় শট নিয়ে সৌম্য বললেন, ‘আমরা নেটে কঠিন অনুশীলন করছি। অনেক দিন পর দলে আসছি। খুব বেশি ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। (দিনের প্রিয় শট) আমার মনে হয় মিড-উইকেটের ওপর দিয়ে পুল শটটা হবে।’
পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে নেলসনে খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তাতেও অবশ্য বাংলাদেশ দল জেতেনি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়েছে সফরকারীরা।
তাই বেশ লম্বা সময় পর সেঞ্চুরি করলেও সৌম্যর আক্ষেপ দলের হারে, ‘আমি সেঞ্চুরিতে খুশি, কিন্তু দল হেরে যাওয়ায় খারাপ লাগছে। আমরা যদি জিততাম, সেঞ্চুরি আরও স্পেশাল হতো।’
সেক্সটন ওভালে কিউই পেসারদের তোপে ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। এনামুল হক বিজয় ২, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফেরেন সমান ৬ রানে। ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত এক সৌম্য রইলেন দাঁড়িয়ে। সতীর্থের আসা-যাওয়ার মিছিলে রানের গতি সচল রাখেন এই বাঁহাতি ব্যাটার।
৮০ রানে বাংলাদেশ তাওহীদ হৃদয়ের (১২) উইকেটও হারায়। গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারিয়ে ধুঁকছিল তখন অতিথিরা। মূলত পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে তারা। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফিফটি পেরোনো আরেকটি জুটির কল্যাণে ২৯১ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১ বল আগেই অলআউট হয় বাংলাদেশ। সৌম্য ফেরেন ৫০তম ওভারের প্রথম বলে। উইলিয়াম ও’রোয়ার্কের বলে আউট হওয়ার আগে ১৫১ বলে ১৬৯ রানে থামে তাঁর অসাধারণ ইনিংস। মেরেছেন ২২টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি।
সৌম্যর মতে, পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। ম্যাচ-সেরা হয়ে এই ওপেনার বললেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতেও পারত। মাঝে আমরা দুটি জুটি পেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে আমরা ভালো স্কোর পেতাম।’
নিজের ইনিংস আর দিনের প্রিয় শট নিয়ে সৌম্য বললেন, ‘আমরা নেটে কঠিন অনুশীলন করছি। অনেক দিন পর দলে আসছি। খুব বেশি ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। (দিনের প্রিয় শট) আমার মনে হয় মিড-উইকেটের ওপর দিয়ে পুল শটটা হবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে