ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্যই যেন প্রস্তুত ছিল বার্বাডোজের কেনসিংটন ওভালের মঞ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের জয়ে ভারত জিতল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার থেকে অবসর নিলেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে ৮ ম্যাচ খেলেছে, সব ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত ও কোহলি। রোহিত ছন্দে থাকলেও কোহলি শুরুর দিকে ছন্দ খুঁজে পাননি। প্রথম ৭ ম্যাচে ১০০ স্ট্রাইকরেট ও ১০.৫৭ গড়ে করেছিলেন কোহলি করেছিলেন ৭৫ রান। ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটারের ওপর ভরসা ছিল অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়ের। অধিনায়ক-কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
কোহলির এমন স্মরণীয় বিদায় নিয়ে শাহিন শাহ আফ্রিদি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা স্মরণীয় হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে অভিনন্দন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন ভারতের ১৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে, একই সঙ্গে তারা ১১ বছর পর করল শাপমোচন। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টের ষষ্ঠবার ফাইনালে উঠে শিরোপা জিতল ভারত। এশিয়ার দলটির দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর পর রোহিত বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। কথা বলতে গিয়ে তাঁর চোখ দিয়ে ঝরছিল আনন্দাশ্রু। কোহলির অবসরের প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে রোহিতও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। শিরোপা জয়ের পর রোহিত-কোহলি একসঙ্গে যে ছবি তুলেছেন, সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার লিখেছেন, ‘আপনাদের দুজনের অসাধারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের শীর্ষ দুই রানসংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪২৩১ রান।
বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্যই যেন প্রস্তুত ছিল বার্বাডোজের কেনসিংটন ওভালের মঞ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের জয়ে ভারত জিতল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার থেকে অবসর নিলেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে ৮ ম্যাচ খেলেছে, সব ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত ও কোহলি। রোহিত ছন্দে থাকলেও কোহলি শুরুর দিকে ছন্দ খুঁজে পাননি। প্রথম ৭ ম্যাচে ১০০ স্ট্রাইকরেট ও ১০.৫৭ গড়ে করেছিলেন কোহলি করেছিলেন ৭৫ রান। ফাইনালে ভারতীয় এই তারকা ব্যাটারের ওপর ভরসা ছিল অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়ের। অধিনায়ক-কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
কোহলির এমন স্মরণীয় বিদায় নিয়ে শাহিন শাহ আফ্রিদি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষটা স্মরণীয় হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে অভিনন্দন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন ভারতের ১৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে, একই সঙ্গে তারা ১১ বছর পর করল শাপমোচন। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টের ষষ্ঠবার ফাইনালে উঠে শিরোপা জিতল ভারত। এশিয়ার দলটির দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর পর রোহিত বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। কথা বলতে গিয়ে তাঁর চোখ দিয়ে ঝরছিল আনন্দাশ্রু। কোহলির অবসরের প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে রোহিতও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। শিরোপা জয়ের পর রোহিত-কোহলি একসঙ্গে যে ছবি তুলেছেন, সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার লিখেছেন, ‘আপনাদের দুজনের অসাধারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের শীর্ষ দুই রানসংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪২৩১ রান।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে