ক্রীড়া ডেস্ক
বোলারের কাছ থেকে প্রশংসা পাওয়া, একজন ব্যাটারের জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! আর সেটি যদি হয় ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি পেসারের! পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটার শুবমান গিলকে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে তো বটে, সদ্য সমাপ্ত আইপিএলেও ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করেছেন গিল। ভারতীয় ওপেনারের এমন ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ আকরাম। পাকিস্তানি কিংবদন্তি ব্যান্ডওয়াগনে এসে গিলের ব্যাটিংয়ে ব্যাপারে বলতে গিয়ে ফিরে গেলেন নিজের ফেলে আসা সময়ে।
এমন অনেকে আছেন, এখনই গিলকে শচীন ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে চান না। তবে একজন বোলার হিসেবে আকরাম ক্রিকেটের ঈশ্বর ও প্রিন্সের সঙ্গে সাদৃশ্য খুঁজে পান ২৩ বছর বয়সী তারকার।
স্পোর্টসকীডার সঙ্গে এক কথোপকথনে আকরাম জানিয়েছেন, বর্তমান সময়ে যেসব বোলার গিলকে বোলিং করেন, তাদের দেখে নিজের সময়ে টেন্ডুলকারের বিপক্ষে বোলিংয়ের অনুভূতি হয় তাঁর। সাবেক পাকিস্তানি পেসার মনে করেন, আসন্ন সময়ে গিল ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টারই হতে যাচ্ছেন না, পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি বলেছেন, ‘যদি আমি গিলের মতো খেলোয়াড়কে বল করতাম, এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেও, আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে শচীন টেন্ডুলকারকে বোলিং করছি।’
ওয়াসিম আকরাম আরও বলেছেন, ‘যদি জয়াসুরিয়া বা কালুভিতারানাকেও বল করতাম, আমি জানতাম একটি হলেও সুযোগ আছে। তারা যদি প্রত্যেক বলেও হিট করতো, তারপরও আমি তাদের উইকেট পেতে পারি। তবে শচীন ও গিলের মতো ব্যাটাররা যথাযথ ক্রিকেটীয় শট খেলে। আমি মনে করি, সে (গিল) এমন একজন খেলোয়াড় যে তিন ফরম্যাটে ধারাবাহিক রান করতে পারে। সে ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার।’
বোলারের কাছ থেকে প্রশংসা পাওয়া, একজন ব্যাটারের জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! আর সেটি যদি হয় ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি পেসারের! পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটার শুবমান গিলকে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে তো বটে, সদ্য সমাপ্ত আইপিএলেও ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করেছেন গিল। ভারতীয় ওপেনারের এমন ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ আকরাম। পাকিস্তানি কিংবদন্তি ব্যান্ডওয়াগনে এসে গিলের ব্যাটিংয়ে ব্যাপারে বলতে গিয়ে ফিরে গেলেন নিজের ফেলে আসা সময়ে।
এমন অনেকে আছেন, এখনই গিলকে শচীন ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে চান না। তবে একজন বোলার হিসেবে আকরাম ক্রিকেটের ঈশ্বর ও প্রিন্সের সঙ্গে সাদৃশ্য খুঁজে পান ২৩ বছর বয়সী তারকার।
স্পোর্টসকীডার সঙ্গে এক কথোপকথনে আকরাম জানিয়েছেন, বর্তমান সময়ে যেসব বোলার গিলকে বোলিং করেন, তাদের দেখে নিজের সময়ে টেন্ডুলকারের বিপক্ষে বোলিংয়ের অনুভূতি হয় তাঁর। সাবেক পাকিস্তানি পেসার মনে করেন, আসন্ন সময়ে গিল ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টারই হতে যাচ্ছেন না, পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি বলেছেন, ‘যদি আমি গিলের মতো খেলোয়াড়কে বল করতাম, এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেও, আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে শচীন টেন্ডুলকারকে বোলিং করছি।’
ওয়াসিম আকরাম আরও বলেছেন, ‘যদি জয়াসুরিয়া বা কালুভিতারানাকেও বল করতাম, আমি জানতাম একটি হলেও সুযোগ আছে। তারা যদি প্রত্যেক বলেও হিট করতো, তারপরও আমি তাদের উইকেট পেতে পারি। তবে শচীন ও গিলের মতো ব্যাটাররা যথাযথ ক্রিকেটীয় শট খেলে। আমি মনে করি, সে (গিল) এমন একজন খেলোয়াড় যে তিন ফরম্যাটে ধারাবাহিক রান করতে পারে। সে ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে