নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়ে কি না সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। কেন হলো এই ভরাডুবি? সেটির কারণ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের পারফরম্যান্স পর্যালোচনার জন্য গতকাল সোমবার দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুসের এই কমিটি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। তাঁদের কাছে বিশ্বকাপে প্রত্যাশিত ফল কেন হয়নি তার কারণ জানতে চাইবেন তাঁরা।
বিশ্বকাপে ভরাডুবির পর ক্রিকেটে বেশ পরিবর্তন এবং সংস্কারের মধ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে। দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই খারাপ সময় থেকে উত্তরণের উপায় খুঁজতে বিসিবির প্রধান নির্বাহী, নির্বাচক প্যানেল এমনকি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের সঙ্গেও বৈঠক করেছেন। অবশেষে পর্যালোচনার জন্য করা হলো কমিটি।
বিসিবি একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ময়নাতদন্ত’ করছেন, অন্যদিকে অবশ্য চোখ রেখেছে সামনের পাকিস্তান সিরিজেও। গতকালও মাঠের অনুশীলনে ব্যস্ত দেখা গেছে সাত তরুণ ক্রিকেটারকে। ইয়াসির আলী রাব্বীকে নিয়ে বেশ ব্যস্ত দেখা গেল হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনকে। দুই সাবেক অধিনায়ক নিজেদের অভিজ্ঞতার সবটুকু ঢেলে অনুজকে দেখিয়ে দিচ্ছিলেন কোন বলে কীভাবে শট খেলবে! বাধ্য ছাত্রের মতো দাঁড়িয়ে ইয়াসির ব্যাট ওঠানামা করছিলেন তাঁদের দেখানো পথে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইয়াসিরকে দেখা যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন আছে বটে। তবে সাদা পোশাকে আর কারও বদলি হিসেবে ফিল্ডিং নয়, চট্টগ্রামের তরুণকে হয়তো এবার দেখা যেতে পারে একাদশেই। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে প্রত্যাবর্তনের টেস্টে দুর্দান্ত ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলার পরই আকস্মিক লাল বলকে ‘গুডবাই’ জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটারের অবসরে ফাঁকা হয়ে যাওয়া মিডল অর্ডারে ইয়াসিরকে যুক্ত করার শুরুটা হতে পারে পাকিস্তান সিরিজ দিয়ে।
২০১৯ সাল থেকে দলের সঙ্গে থাকলেও এখনো খেলা হয়নি ইয়াসিরের। তবে সুযোগ পেলে ইয়াসির দিতে চান নিজের সেরাটা, ‘লক্ষ্য সব সময় একই থাকে, এখনো সেটাই আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর ক্রিকেটের ছোট সংস্করণকে ঘিরে বিসিবির পরিকল্পনা, সংস্কারের কথা চারপাশে ওড়াউড়ি করছে। কিন্তু টেস্টেও কি বাংলাদেশ আসল কক্ষপথে আছে? গত দুই বছরের হিসেব কষলে তো বিসিবির দুশ্চিন্তার আকাশে কালো মেঘ হয়ে থাকার কথা টেস্টও। একটা সময় নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে স্পিন উইকেট বানিয়ে একের পর এক টেস্ট জেতার ফর্মুলাতেও ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্টেই হেরেছে মুমিনুল হকের দল। সে জন্য ঘরের মাঠে টেস্ট মানেই বাংলাদেশ জিতবে—সেই সহজ সমীকরণও আর নেই।
সে জন্য ফোকাসটা শুধু টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ না রেখে সব সংস্করণের ওপরেই ফেলা উচিত বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম। স্বনামে প্রসিদ্ধ এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ আজকের পত্রিকাকে বলেছেন, ‘সামনে আমাদের সব সংস্করণের খেলাই আছে। আমাদের টি-টোয়েন্টিকেন্দ্রিক এখন যে অস্থিরতা সেখান থেকে দ্রুতই বেরিয়ে আসতে হবে।’
উইকেট নিয়েও এখন থেকে ভাবার কথা বললেন ফাহিম। তিনি বলেছেন, ‘জেতার জন্য যদি আমরা উইকেটকে বেশি অস্বাভাবিক করে ফেলি তাহলে দীর্ঘমেয়াদি সাফল্য আসবে না। আমাদের উচিত হবে এখন থেকে ভালো উইকেটে খেলার।’
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়ে কি না সুপার টুয়েলভে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। কেন হলো এই ভরাডুবি? সেটির কারণ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের পারফরম্যান্স পর্যালোচনার জন্য গতকাল সোমবার দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুসের এই কমিটি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। তাঁদের কাছে বিশ্বকাপে প্রত্যাশিত ফল কেন হয়নি তার কারণ জানতে চাইবেন তাঁরা।
বিশ্বকাপে ভরাডুবির পর ক্রিকেটে বেশ পরিবর্তন এবং সংস্কারের মধ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে। দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই খারাপ সময় থেকে উত্তরণের উপায় খুঁজতে বিসিবির প্রধান নির্বাহী, নির্বাচক প্যানেল এমনকি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের সঙ্গেও বৈঠক করেছেন। অবশেষে পর্যালোচনার জন্য করা হলো কমিটি।
বিসিবি একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ময়নাতদন্ত’ করছেন, অন্যদিকে অবশ্য চোখ রেখেছে সামনের পাকিস্তান সিরিজেও। গতকালও মাঠের অনুশীলনে ব্যস্ত দেখা গেছে সাত তরুণ ক্রিকেটারকে। ইয়াসির আলী রাব্বীকে নিয়ে বেশ ব্যস্ত দেখা গেল হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনকে। দুই সাবেক অধিনায়ক নিজেদের অভিজ্ঞতার সবটুকু ঢেলে অনুজকে দেখিয়ে দিচ্ছিলেন কোন বলে কীভাবে শট খেলবে! বাধ্য ছাত্রের মতো দাঁড়িয়ে ইয়াসির ব্যাট ওঠানামা করছিলেন তাঁদের দেখানো পথে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইয়াসিরকে দেখা যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন আছে বটে। তবে সাদা পোশাকে আর কারও বদলি হিসেবে ফিল্ডিং নয়, চট্টগ্রামের তরুণকে হয়তো এবার দেখা যেতে পারে একাদশেই। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে প্রত্যাবর্তনের টেস্টে দুর্দান্ত ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলার পরই আকস্মিক লাল বলকে ‘গুডবাই’ জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটারের অবসরে ফাঁকা হয়ে যাওয়া মিডল অর্ডারে ইয়াসিরকে যুক্ত করার শুরুটা হতে পারে পাকিস্তান সিরিজ দিয়ে।
২০১৯ সাল থেকে দলের সঙ্গে থাকলেও এখনো খেলা হয়নি ইয়াসিরের। তবে সুযোগ পেলে ইয়াসির দিতে চান নিজের সেরাটা, ‘লক্ষ্য সব সময় একই থাকে, এখনো সেটাই আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর ক্রিকেটের ছোট সংস্করণকে ঘিরে বিসিবির পরিকল্পনা, সংস্কারের কথা চারপাশে ওড়াউড়ি করছে। কিন্তু টেস্টেও কি বাংলাদেশ আসল কক্ষপথে আছে? গত দুই বছরের হিসেব কষলে তো বিসিবির দুশ্চিন্তার আকাশে কালো মেঘ হয়ে থাকার কথা টেস্টও। একটা সময় নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে স্পিন উইকেট বানিয়ে একের পর এক টেস্ট জেতার ফর্মুলাতেও ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্টেই হেরেছে মুমিনুল হকের দল। সে জন্য ঘরের মাঠে টেস্ট মানেই বাংলাদেশ জিতবে—সেই সহজ সমীকরণও আর নেই।
সে জন্য ফোকাসটা শুধু টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ না রেখে সব সংস্করণের ওপরেই ফেলা উচিত বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম। স্বনামে প্রসিদ্ধ এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ আজকের পত্রিকাকে বলেছেন, ‘সামনে আমাদের সব সংস্করণের খেলাই আছে। আমাদের টি-টোয়েন্টিকেন্দ্রিক এখন যে অস্থিরতা সেখান থেকে দ্রুতই বেরিয়ে আসতে হবে।’
উইকেট নিয়েও এখন থেকে ভাবার কথা বললেন ফাহিম। তিনি বলেছেন, ‘জেতার জন্য যদি আমরা উইকেটকে বেশি অস্বাভাবিক করে ফেলি তাহলে দীর্ঘমেয়াদি সাফল্য আসবে না। আমাদের উচিত হবে এখন থেকে ভালো উইকেটে খেলার।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে