ক্রীড়া ডেস্ক
পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’
পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৯ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে