ক্রীড়া ডেস্ক
চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’
মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।
নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’
চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’
মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।
নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে