ক্রীড়া ডেস্ক
আগের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে ঢাল হয়ে সিলেটকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। নয়নাভিরাম কক্সবাজারে অমিত হাসানের ব্যাট যেন আরও রানে চঞ্চল হয়ে উঠল। তাঁর কল্যাণেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে পাওয়া গেল প্রথম ডাবল সেঞ্চুরি। অমিতের দ্বিশতকে চতুর্থ রাউন্ডে খুলনার বিপক্ষে দারুণ অবস্থানে সিলেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অমিতের ডাবল সেঞ্চুরি আসাদুল্লা আল গালিবের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৯৬ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সিলেট। দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে খুলনা।
আগের দিনের ৩ উইকেটে ২৮৮ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমে সিলেট। অধিনায়ক অমিত ছিলেন ১০৯ রানে অপরাজিত। আজ সেই ইনিংস থেমেছে ২১৩ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি এবং ক্যারিয়ারসেরা ইনিংসে অমিত সাজিয়েছেন ১৮টি চার ও একটি ছক্কায়। মোকাবিলা করেছেন ৪৫৫ বল।
চতুর্থ উইকেটে গালিবকে সঙ্গে নিয়ে ২৫১ রানের অসাধারণ এক জুটি গড়েন ২৩ বছর বয়সী অমিত। তাঁকে সঙ্গ দিয়ে গালিব তুলে নেন প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরি। ২৪২ বলে ১১৫ রান আসে তাঁর ব্যাট থেকে। খুলনা একাদশের ৯ ক্রিকেটারকে বোলিংয়ের জন্যই ব্যবহার করেছে। ১৫২ রান রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন খুলনার শেখ মেহেদী হাসান।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে দারুণ জবাব দিচ্ছে চট্টগ্রাম। গতকাল ৭ উইকেটে ২৩৬ রান তুলেছিল বরিশাল। আজ তাদের প্রথম ইনিংস থামল ৩১৮ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান নিয়েছেন ৪ উইকেট। ইয়াসির আলী রাব্বি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে দারুণ জবাব দিচ্ছে বরিশালও। ৩ উইকেটে ২০২ রানে দ্বিতীয় দিন পার করেছে তারা। রাব্বি ৮১ ও দিপু ৬৪ রানে অপরাজিত আছেন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জমে উঠেছে রংপুর-রাজশাহীর ম্যাচ। প্রথম ইনিংসে রাংপুর করেছিল ১৮৯ রান। আগের দিনের ১ উইকেটে ৩৯ থেকে আজ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। স্পিন-পেসের সম্মিলিত বোলিং আক্রমণে তারাও অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। রংপুরের পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তিনটি, রবিউল হক দুটি ও লেগ স্পিনার তানভীর হায়দার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপর্যয়ে পড়েছে রংপুর। ৪ উইকেটে ৮৩ রান তুলে দিন শেষ করেছে তারা।
সিলেট একাডেমি গ্রাউন্ডে রোমাঞ্চ ছড়াচ্ছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচ। ৬ উইকেটে ২৩৩ রান থেকে ব্যাটিংয়ে নেমে আজ ৩০৪ রানে থেমেছে মহানগরের প্রথম ইনিংস। ঢাকার পেসার এনামুল হক ও স্পিনার শুভাগত হোম ৪টি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে পাল্টা জবাব দিচ্ছে ঢাকাও। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৪ রান করেছে তারা। রনি তালুকদার ৫৪ রানে ফিরেছেন। ৬০ রানে অপরাজিত আছেন শুভাগত আর ২১ রানে নাজমুল ইসলাম অপু।
আগের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে ঢাল হয়ে সিলেটকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। নয়নাভিরাম কক্সবাজারে অমিত হাসানের ব্যাট যেন আরও রানে চঞ্চল হয়ে উঠল। তাঁর কল্যাণেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে পাওয়া গেল প্রথম ডাবল সেঞ্চুরি। অমিতের দ্বিশতকে চতুর্থ রাউন্ডে খুলনার বিপক্ষে দারুণ অবস্থানে সিলেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অমিতের ডাবল সেঞ্চুরি আসাদুল্লা আল গালিবের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৯৬ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সিলেট। দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে খুলনা।
আগের দিনের ৩ উইকেটে ২৮৮ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমে সিলেট। অধিনায়ক অমিত ছিলেন ১০৯ রানে অপরাজিত। আজ সেই ইনিংস থেমেছে ২১৩ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি এবং ক্যারিয়ারসেরা ইনিংসে অমিত সাজিয়েছেন ১৮টি চার ও একটি ছক্কায়। মোকাবিলা করেছেন ৪৫৫ বল।
চতুর্থ উইকেটে গালিবকে সঙ্গে নিয়ে ২৫১ রানের অসাধারণ এক জুটি গড়েন ২৩ বছর বয়সী অমিত। তাঁকে সঙ্গ দিয়ে গালিব তুলে নেন প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরি। ২৪২ বলে ১১৫ রান আসে তাঁর ব্যাট থেকে। খুলনা একাদশের ৯ ক্রিকেটারকে বোলিংয়ের জন্যই ব্যবহার করেছে। ১৫২ রান রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন খুলনার শেখ মেহেদী হাসান।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে দারুণ জবাব দিচ্ছে চট্টগ্রাম। গতকাল ৭ উইকেটে ২৩৬ রান তুলেছিল বরিশাল। আজ তাদের প্রথম ইনিংস থামল ৩১৮ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান নিয়েছেন ৪ উইকেট। ইয়াসির আলী রাব্বি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে দারুণ জবাব দিচ্ছে বরিশালও। ৩ উইকেটে ২০২ রানে দ্বিতীয় দিন পার করেছে তারা। রাব্বি ৮১ ও দিপু ৬৪ রানে অপরাজিত আছেন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জমে উঠেছে রংপুর-রাজশাহীর ম্যাচ। প্রথম ইনিংসে রাংপুর করেছিল ১৮৯ রান। আগের দিনের ১ উইকেটে ৩৯ থেকে আজ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। স্পিন-পেসের সম্মিলিত বোলিং আক্রমণে তারাও অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। রংপুরের পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তিনটি, রবিউল হক দুটি ও লেগ স্পিনার তানভীর হায়দার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপর্যয়ে পড়েছে রংপুর। ৪ উইকেটে ৮৩ রান তুলে দিন শেষ করেছে তারা।
সিলেট একাডেমি গ্রাউন্ডে রোমাঞ্চ ছড়াচ্ছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচ। ৬ উইকেটে ২৩৩ রান থেকে ব্যাটিংয়ে নেমে আজ ৩০৪ রানে থেমেছে মহানগরের প্রথম ইনিংস। ঢাকার পেসার এনামুল হক ও স্পিনার শুভাগত হোম ৪টি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে পাল্টা জবাব দিচ্ছে ঢাকাও। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৪ রান করেছে তারা। রনি তালুকদার ৫৪ রানে ফিরেছেন। ৬০ রানে অপরাজিত আছেন শুভাগত আর ২১ রানে নাজমুল ইসলাম অপু।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে