ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে।
মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার।
চেন্নাইতে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির মতো মহীরূহের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে মোস্তাফিজ। ধোনিকে নিয়ে আজকের পত্রিকাকে মোস্তাফিজ বলেছিলেন, সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে।
মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার।
চেন্নাইতে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির মতো মহীরূহের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে মোস্তাফিজ। ধোনিকে নিয়ে আজকের পত্রিকাকে মোস্তাফিজ বলেছিলেন, সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
আরও পড়ুন:
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৭ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে