ক্রীড়া ডেস্ক
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থপুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই ইভেন্টে সেই অর্থপুরস্কারের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন গুণের চেয়েও তা বেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৯৫ কোটি ৯ লাখ টাকা। তাতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন এক মাইলফলক অর্জন করতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি পাচ্ছেন নারী ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় অঙ্কটা ২৯ কোটি ২৭ লাখ।
সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২৮ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় সেটা প্রায় ১৪ কোটি)। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি টাকা। চ্যাম্পিয়ন, রানার্সআপ দুই ক্ষেত্রেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি বেড়েছে ১৩৪ শতাংশ। গত বিশ্বকাপে রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ৫ লাখ ডলার (৬ কোটি টাকা)।
এবারের ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলই পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭ লাখ টাকা। সবশেষ বিশ্বকাপের তুলনায় সেটা তিন গুণেরও বেশি। গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দল দুটি পেয়েছিল ২ লাখ ১০ হাজার ডলার করে (বাংলাদেশি ২ কোটি ৫১ লাখ টাকা)।
গ্রুপ পর্বে বাদ পড়া ছয় দলের জন্যও রয়েছে মোটা অঙ্কের টাকা অর্থপুরস্কার। পঞ্চম থেকে অষ্টম এই চার স্থানে থাকা দলের প্রত্যেকে পাচ্ছে ২ লাখ ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ২৩ লাখ টাকা। ৯ ও ১০ নম্বরে থাকা দল দুটি পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার (বাংলাদেশি ১ কোটি ৬১ লাখ টাকা)। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ী দল পাবে ৩১১৫৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭ লাখ ২২ হাজার টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ ছিল ১৭ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি ২০ লাখ ৯০ হাজার টাকা)।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৬ অক্টোবর। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুই সেমিফাইনাল। দুবাইয়ে ফাইনাল হবে ২০ অক্টোবর। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থপুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই ইভেন্টে সেই অর্থপুরস্কারের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন গুণের চেয়েও তা বেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৯৫ কোটি ৯ লাখ টাকা। তাতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন এক মাইলফলক অর্জন করতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি পাচ্ছেন নারী ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় অঙ্কটা ২৯ কোটি ২৭ লাখ।
সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২৮ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় সেটা প্রায় ১৪ কোটি)। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি টাকা। চ্যাম্পিয়ন, রানার্সআপ দুই ক্ষেত্রেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি বেড়েছে ১৩৪ শতাংশ। গত বিশ্বকাপে রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ৫ লাখ ডলার (৬ কোটি টাকা)।
এবারের ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলই পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৭ লাখ টাকা। সবশেষ বিশ্বকাপের তুলনায় সেটা তিন গুণেরও বেশি। গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালিস্ট দল দুটি পেয়েছিল ২ লাখ ১০ হাজার ডলার করে (বাংলাদেশি ২ কোটি ৫১ লাখ টাকা)।
গ্রুপ পর্বে বাদ পড়া ছয় দলের জন্যও রয়েছে মোটা অঙ্কের টাকা অর্থপুরস্কার। পঞ্চম থেকে অষ্টম এই চার স্থানে থাকা দলের প্রত্যেকে পাচ্ছে ২ লাখ ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ২৩ লাখ টাকা। ৯ ও ১০ নম্বরে থাকা দল দুটি পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার (বাংলাদেশি ১ কোটি ৬১ লাখ টাকা)। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ী দল পাবে ৩১১৫৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭ লাখ ২২ হাজার টাকা। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ ছিল ১৭ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি ২০ লাখ ৯০ হাজার টাকা)।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৬ অক্টোবর। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় হবে দুই সেমিফাইনাল। দুবাইয়ে ফাইনাল হবে ২০ অক্টোবর। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৪৩ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে