ক্রীড়া ডেস্ক
রশিদ খানের বল পিচ করে ঢুকে পড়েছিল। নিচু হয়ে আসা বল ঠেকাতে চেয়েও পারেননি সৌম্য সরকার। প্যাডে লাগার পর আবেদন করেন আফগানরা। আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্য অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে হাঁটা ধরেন। তবে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে হয়তো বেঁচে যেতে পারতেন তিনি।
ইনিংস বড় করার আভাস দিলেও এলবিডব্লিউর ফাঁদে পড়ে ইনিংসের ১৯তম ওভারে ৪৯ বলে ৩৫ রান করে ফিরেছেন সৌম্য। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ২ ছয়। শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের ম্যাচে বাংলাদেশি ওপেনার করেছিলেন ৪৫ বলে ৩৩ রান। আজ শুরুতে একটু ধীরস্থির ব্যাট চালালেও পরে সৌম্যের মেজাজে ব্যাট চালাতে থাকেন।
সৌম্যের বিদায়ের পর এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ২২তম ওভারে মোহাম্মদ নবি আউটের আবেদন করেছিলেন। রিভিউতে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। ৪৩ রানে ব্যাট করছেন শান্ত। তাঁর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ (১১)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২০ রান করেছে বাংলাদেশ।
এর আগে স্পিনার মোহাম্মদ গজনফারের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মিড অন দিয়ে ছয় মারার পরের বলই ফেরেন তানজিদ হাসান তামিম। একই শট খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল বাউন্ডারিতেই পৌঁছায়নি। মিড অনে দাঁড়ানো ফিল্ডার মোহাম্মদ নবি সহজেই লুফে নেন ক্যাচ।
তাতেই ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ঝড়ের আভাস দিয়ে তানজিদ ফেরেন ১৭ বলে ২২ রান করে। তাঁর ইনিংসে চারের সংখ্যা ৩ ও ছয় ১। তার আগে সৌম্যকে নিয়ে স্কোরবোর্ডে ২৮ রান জমা করেন এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গজনফারের ঘূর্ণির সামনে প্রথম ম্যাচে খেই হারিয়ে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।
রশিদ খানের বল পিচ করে ঢুকে পড়েছিল। নিচু হয়ে আসা বল ঠেকাতে চেয়েও পারেননি সৌম্য সরকার। প্যাডে লাগার পর আবেদন করেন আফগানরা। আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্য অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে হাঁটা ধরেন। তবে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে হয়তো বেঁচে যেতে পারতেন তিনি।
ইনিংস বড় করার আভাস দিলেও এলবিডব্লিউর ফাঁদে পড়ে ইনিংসের ১৯তম ওভারে ৪৯ বলে ৩৫ রান করে ফিরেছেন সৌম্য। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ২ ছয়। শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের ম্যাচে বাংলাদেশি ওপেনার করেছিলেন ৪৫ বলে ৩৩ রান। আজ শুরুতে একটু ধীরস্থির ব্যাট চালালেও পরে সৌম্যের মেজাজে ব্যাট চালাতে থাকেন।
সৌম্যের বিদায়ের পর এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ২২তম ওভারে মোহাম্মদ নবি আউটের আবেদন করেছিলেন। রিভিউতে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। ৪৩ রানে ব্যাট করছেন শান্ত। তাঁর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ (১১)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২০ রান করেছে বাংলাদেশ।
এর আগে স্পিনার মোহাম্মদ গজনফারের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মিড অন দিয়ে ছয় মারার পরের বলই ফেরেন তানজিদ হাসান তামিম। একই শট খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল বাউন্ডারিতেই পৌঁছায়নি। মিড অনে দাঁড়ানো ফিল্ডার মোহাম্মদ নবি সহজেই লুফে নেন ক্যাচ।
তাতেই ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ঝড়ের আভাস দিয়ে তানজিদ ফেরেন ১৭ বলে ২২ রান করে। তাঁর ইনিংসে চারের সংখ্যা ৩ ও ছয় ১। তার আগে সৌম্যকে নিয়ে স্কোরবোর্ডে ২৮ রান জমা করেন এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গজনফারের ঘূর্ণির সামনে প্রথম ম্যাচে খেই হারিয়ে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে