ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকাটা যেন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। দুই দিন আগেই রোহিত শর্মাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন মার্টিন গাপটিল। আর গতকাল উইন্ডিজের বিপক্ষে ৬৪ রান করার পথে গাপটিলকে ছাড়িয়ে ফের শীর্ষে উঠে এসেছেন রোহিত।
এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ভারতীয় অধিনায়ক। তিনি এ রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলিকে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোহিত। ম্যাচ জয়ের সঙ্গে এক ম্যাচে দুই রেকর্ড গড়েছেন এই ওপেনার। প্রথম রেকর্ডটি গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের। ১২৯ ম্যাচে রোহিত করেছেন ৩৪৪৩ রান। দুইয়ে থাকা গাপটিল ১১৬ ম্যাচে করেছেন ৩৩৯৯ রান। আর তিনে থাকা কোহলি ৯৯ ম্যাচে করেছেন ৩৩০৮ রান।
রোহিতের দ্বিতীয় রেকর্ডটি সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের। এই রেকর্ডটি গড়েছেন সতীর্থ কোহলির রেকর্ড ভেঙে। এত দিন ৩০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক। গতকাল রোহিতের ৪৪ বলের দুর্দান্ত ৬৪ রানের ইনিংস খেলে এই তালিকায়ও এক নম্বরে এসেছেন রোহিত। বর্তমান অধিনায়কের পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৩১টি।
সংক্ষিপ্ত সংস্করণে কোহলি যেখানে এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। রোহিত সেখানে চারটিকে পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ২৭ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকার তিনে আছেন বাবর আজম। এই সংস্করণে পাকিস্তানের অধিনায়কের সেঞ্চুরি আছে একটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকাটা যেন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। দুই দিন আগেই রোহিত শর্মাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন মার্টিন গাপটিল। আর গতকাল উইন্ডিজের বিপক্ষে ৬৪ রান করার পথে গাপটিলকে ছাড়িয়ে ফের শীর্ষে উঠে এসেছেন রোহিত।
এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ভারতীয় অধিনায়ক। তিনি এ রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলিকে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোহিত। ম্যাচ জয়ের সঙ্গে এক ম্যাচে দুই রেকর্ড গড়েছেন এই ওপেনার। প্রথম রেকর্ডটি গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের। ১২৯ ম্যাচে রোহিত করেছেন ৩৪৪৩ রান। দুইয়ে থাকা গাপটিল ১১৬ ম্যাচে করেছেন ৩৩৯৯ রান। আর তিনে থাকা কোহলি ৯৯ ম্যাচে করেছেন ৩৩০৮ রান।
রোহিতের দ্বিতীয় রেকর্ডটি সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের। এই রেকর্ডটি গড়েছেন সতীর্থ কোহলির রেকর্ড ভেঙে। এত দিন ৩০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক। গতকাল রোহিতের ৪৪ বলের দুর্দান্ত ৬৪ রানের ইনিংস খেলে এই তালিকায়ও এক নম্বরে এসেছেন রোহিত। বর্তমান অধিনায়কের পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৩১টি।
সংক্ষিপ্ত সংস্করণে কোহলি যেখানে এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। রোহিত সেখানে চারটিকে পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ২৭ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকার তিনে আছেন বাবর আজম। এই সংস্করণে পাকিস্তানের অধিনায়কের সেঞ্চুরি আছে একটি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে