নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে