ক্রীড়া ডেস্ক
শেষ কবে ইউএস ওপেনের পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন কোনো আমেরিকান? উত্তর ২০০৩ সালে; চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ড রডিক। সেই রডিকই শেষবারের মতো আমেরিকান হিসেবে ২০০৬ সালে ফ্ল্যাশিং মিডোয় খেলেছিলেন ফাইনাল। ১৮ বছর পর ইউএস ওপেনের পুরুষ বিভাগে আবার কোনো আমেরিকান ফাইনাল খেলতে যাচ্ছেন!
ইউএস ওপেনের শেষ আটের সব খেলা এখনো শেষ হয়নি, তার মধ্যেই আবার কোনো আমেরিকানের ফাইনালে উঠে যাওয়া কোন হিসেবে? আসলে পরশু কোয়ার্টার ফাইনালে জিতেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। তাঁরাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবেন। ফলে ‘অল আমেরিকান’ সেমিফাইনালে যেই জিতুন, ফাইনালে এক আমেরিকান থাকছেনই।
সবশেষ ২০০৫ সালে ছেলেদের বিভাগে অল আমেরিকান ফাইনাল দেখেছিল ইউএস ওপেন। সেবার শেষ চারে লড়েছিলেন আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রি। ১৮ বছর পর আবার ইউএস ওপেন দেখবে দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনাল। পরশু কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ফ্রিটজ ৭-৬ (৭ /২),৩-৬, ৬-৪,৭-৬ (৭ /৩) গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভকে। আর বিশতম বাছাই তিয়াফি ৬-৩,৬-৭ (৫ /৭),৬-৩, ৪-১ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার নবম বাছাই গ্রিগর দিমিত্রভকে।
দুই বাছাই তারকা জভেরভ ও দিমিত্রভের বিদায় পুরুষ বিভাগের ইউএস ওপেন আরও উন্মুক্ত হয়ে পড়ল। এর আগেই বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং প্রাক টুর্নামেন্ট অন্যতম ফেবারিট কার্লোস আলকারাস। সব মিলিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকের মনের কথাটাকেই বললেন আমেরিকান তিয়াফো, ‘এখানে কেউই অজেয় নয়।’
মেয়েদের বিভাগে পরশু সেমিফাইনাল নিশ্চিত করেছেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। নাভারো হারিয়েছেন স্পেনের পলা বাদোসাকে আর সাবালেঙ্কা চীনের ঝেং কুইনওয়েনকে।
শেষ কবে ইউএস ওপেনের পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন কোনো আমেরিকান? উত্তর ২০০৩ সালে; চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ড রডিক। সেই রডিকই শেষবারের মতো আমেরিকান হিসেবে ২০০৬ সালে ফ্ল্যাশিং মিডোয় খেলেছিলেন ফাইনাল। ১৮ বছর পর ইউএস ওপেনের পুরুষ বিভাগে আবার কোনো আমেরিকান ফাইনাল খেলতে যাচ্ছেন!
ইউএস ওপেনের শেষ আটের সব খেলা এখনো শেষ হয়নি, তার মধ্যেই আবার কোনো আমেরিকানের ফাইনালে উঠে যাওয়া কোন হিসেবে? আসলে পরশু কোয়ার্টার ফাইনালে জিতেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। তাঁরাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবেন। ফলে ‘অল আমেরিকান’ সেমিফাইনালে যেই জিতুন, ফাইনালে এক আমেরিকান থাকছেনই।
সবশেষ ২০০৫ সালে ছেলেদের বিভাগে অল আমেরিকান ফাইনাল দেখেছিল ইউএস ওপেন। সেবার শেষ চারে লড়েছিলেন আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রি। ১৮ বছর পর আবার ইউএস ওপেন দেখবে দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো সেমিফাইনাল। পরশু কোয়ার্টার ফাইনালে দ্বাদশ বাছাই ফ্রিটজ ৭-৬ (৭ /২),৩-৬, ৬-৪,৭-৬ (৭ /৩) গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভকে। আর বিশতম বাছাই তিয়াফি ৬-৩,৬-৭ (৫ /৭),৬-৩, ৪-১ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার নবম বাছাই গ্রিগর দিমিত্রভকে।
দুই বাছাই তারকা জভেরভ ও দিমিত্রভের বিদায় পুরুষ বিভাগের ইউএস ওপেন আরও উন্মুক্ত হয়ে পড়ল। এর আগেই বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং প্রাক টুর্নামেন্ট অন্যতম ফেবারিট কার্লোস আলকারাস। সব মিলিয়ে সেমিফাইনালে ওঠার পর অনেকের মনের কথাটাকেই বললেন আমেরিকান তিয়াফো, ‘এখানে কেউই অজেয় নয়।’
মেয়েদের বিভাগে পরশু সেমিফাইনাল নিশ্চিত করেছেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। নাভারো হারিয়েছেন স্পেনের পলা বাদোসাকে আর সাবালেঙ্কা চীনের ঝেং কুইনওয়েনকে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে