ক্রীড়া ডেস্ক
ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।
ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।
ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।
ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২৫ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে