ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২৯ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে