ক্রীড়া ডেস্ক
টেস্ট থেকে ডেভিড ওয়ার্নারের বিদায়ের রাগিনী বাজছে চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজে। কেননা এই সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায়ের ঘোষণা ওয়ার্নারের অনেক আগের। বিদায়ী সিরিজে ওয়ার্নার গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর (ওয়ার্নার) চলছে রেকর্ড ভাঙা-গড়ার মধুর এক প্রতিযোগিতা। যেখানে একটা রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য হবে বেশ কঠিন।
পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ওয়ার্নার করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রানের ইনিংসটি তাঁর টেস্টের ২৬তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই ওয়ার্নার ছাড়িয়ে গেছেন পন্টিংকে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটা ওয়ার্নারের ষষ্ঠ সেঞ্চুরি। তাতে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডারের পাশে বসলেন ওয়ার্নার। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এই তিন ব্যাটার (গ্রেগ চ্যাপেল, বোর্ডার, ওয়ার্নার)। ৮৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন ওয়ার্নার।
পাকিস্তানকে পেলে যার ‘রেকর্ড গড়ার নেশা’, সেই ওয়ার্নার কি শুধু পার্থেই থেমে থাকবেন? অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার রেকর্ড গড়ার ধারাবাহিকতা টেনে এনেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের দ্বিতীয় টেস্টেও। ৮৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেলেন। ৩৭১ ম্যাচে ৪৬০ ইনিংস ব্যাটিং করা ওয়ার্নারের তিন সংস্করণ মিলে রান এখন ১৮৫১৫। ২৭৩৬৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং। এই তালিকায় তিন নম্বরে থাকা স্টিভ ওয়াহর রান ১৮৪৯৬।
পন্টিং, ওয়াহ দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক দিন আগে। তবে বাস্তবতা বিবেচনায় পন্টিংয়ের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য ‘বেশ কঠিন’। বলা চলে ‘অসম্ভবও’। টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস খেলার সুযোগ রয়েছে ওয়ার্নারের। মেলবোর্নে দ্বিতীয় ইনিংস ও সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংস। এরপর তিনি সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলবেন শুধু। ছয় মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা তাঁর বেশি। তবে এক্ষেত্রে বয়স ও বয়সের সঙ্গে ফর্মটা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কতদিন চালিয়ে যেতে পারেন সেটাও দেখার বিষয়। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের বয়স এখন ৩৭। ২০২৭ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১। তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন। তাতে গড়ে প্রতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজারেরও বেশি রান তাঁর করতে হবে।
পন্টিংয়ের রেকর্ড ভাঙার কাজ অবশ্য ২০২৩ বিশ্বকাপ থেকেই শুরু করেছেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপে ওয়ার্নার ২ সেঞ্চুরি করেছেন, যা বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি এই বাঁহাতি ব্যাটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করেছেন পন্টিং।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক:
রিকি পন্টিং: ২৭৩৬৮
ডেভিড ওয়ার্নার: ১৮৫১৫
স্টিভ ওয়াহ: ১৮৪৯৬
অ্যালান বোর্ডার: ১৭৬৯৮
মাইকেল ক্লার্ক: ১৭১১২
টেস্ট থেকে ডেভিড ওয়ার্নারের বিদায়ের রাগিনী বাজছে চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজে। কেননা এই সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায়ের ঘোষণা ওয়ার্নারের অনেক আগের। বিদায়ী সিরিজে ওয়ার্নার গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর (ওয়ার্নার) চলছে রেকর্ড ভাঙা-গড়ার মধুর এক প্রতিযোগিতা। যেখানে একটা রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য হবে বেশ কঠিন।
পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ওয়ার্নার করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রানের ইনিংসটি তাঁর টেস্টের ২৬তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই ওয়ার্নার ছাড়িয়ে গেছেন পন্টিংকে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটা ওয়ার্নারের ষষ্ঠ সেঞ্চুরি। তাতে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডারের পাশে বসলেন ওয়ার্নার। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এই তিন ব্যাটার (গ্রেগ চ্যাপেল, বোর্ডার, ওয়ার্নার)। ৮৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন ওয়ার্নার।
পাকিস্তানকে পেলে যার ‘রেকর্ড গড়ার নেশা’, সেই ওয়ার্নার কি শুধু পার্থেই থেমে থাকবেন? অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার রেকর্ড গড়ার ধারাবাহিকতা টেনে এনেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের দ্বিতীয় টেস্টেও। ৮৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেলেন। ৩৭১ ম্যাচে ৪৬০ ইনিংস ব্যাটিং করা ওয়ার্নারের তিন সংস্করণ মিলে রান এখন ১৮৫১৫। ২৭৩৬৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং। এই তালিকায় তিন নম্বরে থাকা স্টিভ ওয়াহর রান ১৮৪৯৬।
পন্টিং, ওয়াহ দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক দিন আগে। তবে বাস্তবতা বিবেচনায় পন্টিংয়ের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা ওয়ার্নারের জন্য ‘বেশ কঠিন’। বলা চলে ‘অসম্ভবও’। টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস খেলার সুযোগ রয়েছে ওয়ার্নারের। মেলবোর্নে দ্বিতীয় ইনিংস ও সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংস। এরপর তিনি সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলবেন শুধু। ছয় মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা তাঁর বেশি। তবে এক্ষেত্রে বয়স ও বয়সের সঙ্গে ফর্মটা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কতদিন চালিয়ে যেতে পারেন সেটাও দেখার বিষয়। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের বয়স এখন ৩৭। ২০২৭ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১। তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন। তাতে গড়ে প্রতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজারেরও বেশি রান তাঁর করতে হবে।
পন্টিংয়ের রেকর্ড ভাঙার কাজ অবশ্য ২০২৩ বিশ্বকাপ থেকেই শুরু করেছেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপে ওয়ার্নার ২ সেঞ্চুরি করেছেন, যা বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি এই বাঁহাতি ব্যাটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করেছেন পন্টিং।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহক:
রিকি পন্টিং: ২৭৩৬৮
ডেভিড ওয়ার্নার: ১৮৫১৫
স্টিভ ওয়াহ: ১৮৪৯৬
অ্যালান বোর্ডার: ১৭৬৯৮
মাইকেল ক্লার্ক: ১৭১১২
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
২ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩ ঘণ্টা আগে