ক্রীড়া ডেস্ক
আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
আবারও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বিকেলে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচেই দুই ক্রিকেটারই রুদ্রমূর্তি ধারণ করেছেন। এবার অবশ্য দুজন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হননি।
গম্ভীরের সঙ্গে এবার লেগেছে চতুর্থ আম্পায়ারের। সামাজিকমাধ্যমে এমন ঘটনা ভাইরাল হয়েছে দ্রুতই। আরসিবির ইনিংসের ১৮ তম ওভার শেষে ঘটে এমন ঘটনা। সুনীল নারাইনের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে বদলি ফিল্ডার হিসেবে নামায় কলকাতা। নারাইন ততক্ষণে চার ওভার বোলিং করে ফেলেছেন। তবে চতুর্থ আম্পায়ার তা মেনে নেননি। গুরবাজ মাঠ ছাড়েন, এরপর ফেরেন নারাইন। তখনই সীমানার ধারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতার পরামর্শকের দায়িত্বে থাকা গম্ভীর। তর্কে যোগ দেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
ম্যাচের শেষ দুই ওভারেই অবশ্য কলকাতা-আরসিবি ম্যাচ জমজমাট হয়েছে। ২২৩ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে আরসিবির দরকার ছিল ৩১ রান, হাতে ছিল ৩ উইকেট। ১৯ তম ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মারেন দিনেশ কার্তিক। কার্তিককে ওভারের শেষ বলে আউট করেন রাসেল। শেষ ওভারে স্টার্ক যখন বোলিংয়ে আসেন, তখন আরসিবির দরকার হয় ২১ রান। স্টার্ককে ৩ ছক্কা মেরে ম্যাচের পাল্লা আরসিবির দিকে আনেন কর্ণ শর্মা। কর্ণকে ওভারের পঞ্চম বলে অসাধারণ কট এন্ড বোল্ড করেন স্টার্ক। শেষ বলে যখন ২ রান দরকার, তখন লকি ফার্গুসন ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। কলকাতা জেতে ১ রানে।
কোহলির মেজাজ হারানোর ঘটনাও ঘটে আরসিবির ইনিংসের সময়। তৃতীয় ওভারের প্রথম বলে কোহলিকে কট এন্ড বোল্ড করেন হারশিত রানা। হারশিতের ফুলটস বল নো বল হবে কি না—সে ব্যাপারে কোহলি রিভিউ নেওয়ার আগেই আম্পায়ার রিভিউ নেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখে কোহলিকে আউট ঘোষণা করা হয়। তাজ্জব বনে যাওয়া কোহলি ক্ষোভ ঝেরেছেন মাঠেই। ডাগআউটে বসে বারবার সেই আউট নিয়েই যেন কথা বলেছেন তিনি।
কোহলি-গম্ভীরের গত বছরের দ্বন্দ্বের ঘটনা এখনো টাটকা। তর্কে জড়িয়ে দুজনেই ম্যাচ ফির পুরোটা জরিমানা দিয়েছিলেন। গম্ভীর তখন ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক। কোহলি তো খেলছেন শুরু থেকেই আরসিবির হয়ে। এবারের আইপিএলে কলকাতা-আরসিবির প্রথমবারের দেখায় দুজনের সম্প্রীতির দৃশ্য নজর কেড়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবির ইনিংসের বিরতির সময় গম্ভীর মাঠে আসেন। তখন কোহলি-গম্ভীর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন:
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৫ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে