ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এর মধ্যেই চার ম্যাচে করে ফেলেছেন তিন ফিফটি। আর সেটিই তাঁকে নিয়ে গেছে ব্যাটারদের টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজ আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, যেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানকে পেছনে ফেলে ১ নম্বরে উঠেছেন বাবর।
ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের পর আফগানিস্তান (৫১) এবং নামিবিয়ার বিপক্ষেও (৭০) ফিফটি করেন বাবর। দলকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী বাবর ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সবার ওপরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবরের বর্তমান পয়েন্ট ৮৩৪, যা ডেভিড মালানের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। মালান গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন। বাবরের শীর্ষে ওঠার দিন এক ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়কের অবস্থান এখন পাঁচে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক এবং ইংল্যান্ডের বিপক্ষেও তিন উইকেট শিকারের পর তাবরেজ শামসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন লঙ্কান এই অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ের প্রথম চারজনই লেগ স্পিনার।
অন্যদিকে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দুজনের পয়েন্টই এখন–২৭১। নবীর সুযোগ আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে পেছনে ফেলার। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাসারাঙ্গা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও আছেন ৪ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এর মধ্যেই চার ম্যাচে করে ফেলেছেন তিন ফিফটি। আর সেটিই তাঁকে নিয়ে গেছে ব্যাটারদের টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজ আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, যেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানকে পেছনে ফেলে ১ নম্বরে উঠেছেন বাবর।
ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের পর আফগানিস্তান (৫১) এবং নামিবিয়ার বিপক্ষেও (৭০) ফিফটি করেন বাবর। দলকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী বাবর ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সবার ওপরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবরের বর্তমান পয়েন্ট ৮৩৪, যা ডেভিড মালানের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। মালান গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন। বাবরের শীর্ষে ওঠার দিন এক ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়কের অবস্থান এখন পাঁচে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক এবং ইংল্যান্ডের বিপক্ষেও তিন উইকেট শিকারের পর তাবরেজ শামসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন লঙ্কান এই অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ের প্রথম চারজনই লেগ স্পিনার।
অন্যদিকে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দুজনের পয়েন্টই এখন–২৭১। নবীর সুযোগ আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে পেছনে ফেলার। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাসারাঙ্গা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও আছেন ৪ নম্বরে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে