ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে