ক্রীড়া ডেস্ক
হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ few সেকেন্ড আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে