ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি মোস্তাফিজুর রহমান করেছেন কদিন আগে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে নেন ৬ উইকেট। দরজায় যখন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলতে যাচ্ছেন সুখস্মৃতি নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের সেরা বোলিংয়ের ঘটনা ২০১৬ সালের। কলকাতার ইডেন গার্ডেনসে সেই বছরের ২৬ মার্চ সুপার টেনের গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ৪ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট। হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম—চার ব্যাটারকে করেছেন বোল্ড। গ্র্যান্ট এলিয়টকে শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এখনো পর্যন্ত একটাই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে হাম্বানতোতায় জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৬ উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দুই ওভার মেডেনও দিয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা রয়েছে ১০টি। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান ৫ উইকেট নেন স্যাম কারান।
সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ২০২৪ আইপিএল শেষ হয়েছে গত পরশু। ১৪ ম্যাচ খেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পথচলা। তবে ফিজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। এক ইনিংসে সেরা বোলিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে সেরা ১০ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ সাল
অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা ৬ ৮ জিম্বাবুয়ে ২০১২
রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা ৫ ৩ নিউজিল্যান্ড ২০১৪
উমর গুল পাকিস্তান ৫ ৬ নিউজিল্যান্ড ২০০৯
স্যাম কারান ইংল্যান্ড ৫ ১০ আফগানিস্তান ২০২২
আহসান মালিক নেদারল্যান্ডস ৫ ১৯ দক্ষিণ আফ্রিকা ২০১৪
অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৫ ১৯ বাংলাদেশ ২০২১
মুজিব উর রহমান আফগানিস্তান ৫ ২০ স্কটল্যান্ড ২০২১
মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ৫ ২২ নিউজিল্যান্ড ২০১৬
জেমস ফকনার অস্ট্রেলিয়া ৫ ২৭ পাকিস্তান ২০১৬
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৫ ৩১ ইংল্যান্ড ২০১২
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি মোস্তাফিজুর রহমান করেছেন কদিন আগে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে নেন ৬ উইকেট। দরজায় যখন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলতে যাচ্ছেন সুখস্মৃতি নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের সেরা বোলিংয়ের ঘটনা ২০১৬ সালের। কলকাতার ইডেন গার্ডেনসে সেই বছরের ২৬ মার্চ সুপার টেনের গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ৪ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট। হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম—চার ব্যাটারকে করেছেন বোল্ড। গ্র্যান্ট এলিয়টকে শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এখনো পর্যন্ত একটাই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে হাম্বানতোতায় জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৬ উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দুই ওভার মেডেনও দিয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা রয়েছে ১০টি। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান ৫ উইকেট নেন স্যাম কারান।
সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ২০২৪ আইপিএল শেষ হয়েছে গত পরশু। ১৪ ম্যাচ খেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পথচলা। তবে ফিজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। এক ইনিংসে সেরা বোলিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে সেরা ১০ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ সাল
অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা ৬ ৮ জিম্বাবুয়ে ২০১২
রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা ৫ ৩ নিউজিল্যান্ড ২০১৪
উমর গুল পাকিস্তান ৫ ৬ নিউজিল্যান্ড ২০০৯
স্যাম কারান ইংল্যান্ড ৫ ১০ আফগানিস্তান ২০২২
আহসান মালিক নেদারল্যান্ডস ৫ ১৯ দক্ষিণ আফ্রিকা ২০১৪
অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৫ ১৯ বাংলাদেশ ২০২১
মুজিব উর রহমান আফগানিস্তান ৫ ২০ স্কটল্যান্ড ২০২১
মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ৫ ২২ নিউজিল্যান্ড ২০১৬
জেমস ফকনার অস্ট্রেলিয়া ৫ ২৭ পাকিস্তান ২০১৬
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৫ ৩১ ইংল্যান্ড ২০১২
আরও পড়ুন:
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৩৫ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে