ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আরও ৪ দিন বাকি থাকলেও গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ। ভারতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে গতকাল অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের দল।
সেই জয়ের রেশ কাটতে না কাটতেই আজও দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের আনন্দ–ফুর্তিতে মাতিয়ে রেখেছে তারা। আজ মিডিয়া ডেতে সতীর্থদের সঙ্গে বেশ মজা করেছেন মিরাজ–নাসুম আহমেদরা। সামাজিক মাধ্যমে আইসিসির করা এক রিল পোস্টে তেমনি দেখা গেছে।
রিলের শুরুটা হয়েছে মোস্তাফিজুর রহমানের বল দেখানোর মাধ্যমে। এরপরেরই মিরাজ তাঁর চিরচেনা নাচ নিয়ে হাজির হন। দুই হাত দুই পায়ে দিয়ে কোমর দোলানো নাচ করেন তিনি। তাঁর নাচ শেষ হওয়ার পরক্ষণেই রাইফেল দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারের গুলি প্রতিহত করতে বক্সিংয়ের ভঙ্গিতে ঘুষি ছোড়েন শরীফুলের মতোই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া হাসান মাহমুদ।
কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ ম্যাচ ডেতে হয়ে গেলেন বলিউডের কিং খান। শাহরুখ খানের দুই হাত প্রসারিত করা রোমান্টিক উদ্যাপন করলেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় বলিউডের রোমান্স কিং দুই হাত প্রসারিত করে বুক বাড়িয়ে দেন অভিনেত্রী কাজলের জন্য ঠিক তেমনি যেন বিশ্বকাপ ট্রফিকে তাসকিন আগলে রাখতে চান তাসকিন। সেই দৃশ্যকে পূর্ণতা দিতেই যেন বুম হাতে অরিজিৎ সিংয়ের গান শুনিয়ে দিলেন স্পিনর নাসুম আহমেদ।
শেষটা হয় নাজমুল হোসেন শান্ত–সাকিব আল হাসানদের ব্যাট দিয়ে চার–ছক্কা হাঁকানোর মধ্যে দিয়ে। মাঝে মুশফিকুর রহিম খেলোয়াড় তালিকায় সাক্ষর করেন, ব্যাট হাতে বাঘের মতো গর্জন দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আর সবকিছুকে ফ্রেমবন্দী করতে ফটোগ্রাফার বনে যান পেসার শরীফুল।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আরও ৪ দিন বাকি থাকলেও গতকাল শুরু হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ। ভারতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে গতকাল অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের দল।
সেই জয়ের রেশ কাটতে না কাটতেই আজও দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের আনন্দ–ফুর্তিতে মাতিয়ে রেখেছে তারা। আজ মিডিয়া ডেতে সতীর্থদের সঙ্গে বেশ মজা করেছেন মিরাজ–নাসুম আহমেদরা। সামাজিক মাধ্যমে আইসিসির করা এক রিল পোস্টে তেমনি দেখা গেছে।
রিলের শুরুটা হয়েছে মোস্তাফিজুর রহমানের বল দেখানোর মাধ্যমে। এরপরেরই মিরাজ তাঁর চিরচেনা নাচ নিয়ে হাজির হন। দুই হাত দুই পায়ে দিয়ে কোমর দোলানো নাচ করেন তিনি। তাঁর নাচ শেষ হওয়ার পরক্ষণেই রাইফেল দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারের গুলি প্রতিহত করতে বক্সিংয়ের ভঙ্গিতে ঘুষি ছোড়েন শরীফুলের মতোই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া হাসান মাহমুদ।
কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ ম্যাচ ডেতে হয়ে গেলেন বলিউডের কিং খান। শাহরুখ খানের দুই হাত প্রসারিত করা রোমান্টিক উদ্যাপন করলেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় বলিউডের রোমান্স কিং দুই হাত প্রসারিত করে বুক বাড়িয়ে দেন অভিনেত্রী কাজলের জন্য ঠিক তেমনি যেন বিশ্বকাপ ট্রফিকে তাসকিন আগলে রাখতে চান তাসকিন। সেই দৃশ্যকে পূর্ণতা দিতেই যেন বুম হাতে অরিজিৎ সিংয়ের গান শুনিয়ে দিলেন স্পিনর নাসুম আহমেদ।
শেষটা হয় নাজমুল হোসেন শান্ত–সাকিব আল হাসানদের ব্যাট দিয়ে চার–ছক্কা হাঁকানোর মধ্যে দিয়ে। মাঝে মুশফিকুর রহিম খেলোয়াড় তালিকায় সাক্ষর করেন, ব্যাট হাতে বাঘের মতো গর্জন দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। আর সবকিছুকে ফ্রেমবন্দী করতে ফটোগ্রাফার বনে যান পেসার শরীফুল।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৭ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে