ক্রীড়া ডেস্ক
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৯ ঘণ্টা আগে