ক্রীড়া ডেস্ক
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে