নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ৩২০ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন রিফাত বেগ। প্রায় ১১ ঘণ্টার যে ব্যাটিং তিনি ঢাকা মেট্রো-১৮ এর বিপক্ষে করলেন, সেটা বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তিনি এবার সুযোগ পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি তিন দিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচ হবে এই সিরিজে। সেই সিরিজে ডাক পেয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করা রিফাত। ৩ দিনের ম্যাচ এবং ১ম দুইটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম।
তিন দিনের ম্যাচ এবং ১ম দুই ওয়ানডে হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে মিরপুরে। আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের পরশু বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা। সেদিনই বিমানে রাজশাহীতে চলে যাবে তারা। রাজশাহীতে ২০ অক্টোবর শুরু হবে তিন দিনের ম্যাচটি।
আমিরাত সিরিজে বাংলাদেশ যুবাদের ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ফারিদ হোসাইন ফয়সাল ও মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য। এই দলে আছেন চার পেসার ও তিন স্পিনার। টাঙ্গাইলের রিজান হোসেন আমিরাত সিরিজে বাংলাদেশ দলে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার। আমিরাত সিরিজে আরও চার স্ট্যান্ডবাই খেলোয়াড় রেখেছে বাংলাদেশ।
রাজশাহীতে ২৫ এবং ২৭ অক্টোবর হবে দুটি ওয়ানডে। ৩০ অক্টোবর ও ১ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে তিন দিনের ম্যাচটি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। ২ নভেম্বর বাংলাদেশ ছাড়বেন আমিরাতের যুবারা।
সংযুক্ত আরব আমিরাত সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (তৃতীয় ও চতুর্থ ওয়ানডের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী আলিন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডের অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য (উইকেটরক্ষক), মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন
স্ট্যান্ডবাই
দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির
বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ৩২০ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন রিফাত বেগ। প্রায় ১১ ঘণ্টার যে ব্যাটিং তিনি ঢাকা মেট্রো-১৮ এর বিপক্ষে করলেন, সেটা বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তিনি এবার সুযোগ পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটি তিন দিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচ হবে এই সিরিজে। সেই সিরিজে ডাক পেয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করা রিফাত। ৩ দিনের ম্যাচ এবং ১ম দুইটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম।
তিন দিনের ম্যাচ এবং ১ম দুই ওয়ানডে হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে মিরপুরে। আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের পরশু বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা। সেদিনই বিমানে রাজশাহীতে চলে যাবে তারা। রাজশাহীতে ২০ অক্টোবর শুরু হবে তিন দিনের ম্যাচটি।
আমিরাত সিরিজে বাংলাদেশ যুবাদের ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ফারিদ হোসাইন ফয়সাল ও মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য। এই দলে আছেন চার পেসার ও তিন স্পিনার। টাঙ্গাইলের রিজান হোসেন আমিরাত সিরিজে বাংলাদেশ দলে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার। আমিরাত সিরিজে আরও চার স্ট্যান্ডবাই খেলোয়াড় রেখেছে বাংলাদেশ।
রাজশাহীতে ২৫ এবং ২৭ অক্টোবর হবে দুটি ওয়ানডে। ৩০ অক্টোবর ও ১ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে তিন দিনের ম্যাচটি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়। ২ নভেম্বর বাংলাদেশ ছাড়বেন আমিরাতের যুবারা।
সংযুক্ত আরব আমিরাত সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (তৃতীয় ও চতুর্থ ওয়ানডের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী আলিন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডের অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য (উইকেটরক্ষক), মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন
স্ট্যান্ডবাই
দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৭ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে