ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে