ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬৪ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ জেতানো এই ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।
সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। ধারাবাহিক ছন্দের পুরস্কার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে ওঠাতেও তাঁর অবদান ছিল অনবদ্য। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে চার ফিফটি করেছেন তিনি। তাঁর শেষ পাঁচ ইনিংস হচ্ছে ৬৮, ৮৮ *, ৮, ৮৮ ও ৬৩।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সব মিলিয়ে ৩১৫ রান করেছেন রিজওয়ান। এখনো দুই ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবে রানটা আরও বেড়ে যাবে। তবে গতকালের ইনিংস দিয়েই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে ৩০০ রানের রেকর্ড গড়েছেন এই ওপেনার।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন সার্বিয়ান এই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬৪ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ জেতানো এই ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।
সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। ধারাবাহিক ছন্দের পুরস্কার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে ওঠাতেও তাঁর অবদান ছিল অনবদ্য। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে চার ফিফটি করেছেন তিনি। তাঁর শেষ পাঁচ ইনিংস হচ্ছে ৬৮, ৮৮ *, ৮, ৮৮ ও ৬৩।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সব মিলিয়ে ৩১৫ রান করেছেন রিজওয়ান। এখনো দুই ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবে রানটা আরও বেড়ে যাবে। তবে গতকালের ইনিংস দিয়েই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে ৩০০ রানের রেকর্ড গড়েছেন এই ওপেনার।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন সার্বিয়ান এই ব্যাটার।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৮ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে