নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর অনেকেই বলছিলেন, টি-টোয়েন্টিতে পুরিয়ে গেছেন সাকিব আল হাসান। অবসর নেওয়া পরামর্শ দিয়েছেন তাঁরা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ফিফটিতে সাকিব যেন সেসব সমালোচনারই জবাব দিতে শুরু করেছেন। ডাচদের ১৬০ রানের রেকর্ড লক্ষ্য ছুড়ে দিতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সর্বোচ্চ ১৫৯ স্কোর জমা করেছে বাংলাদেশ। ২০১৩ সালে পাকিস্তান করেছিল ১৫৮ রান।
সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করেছিলেন সাকিব। তারপর টি-টোয়েন্টিতে আরেকটি ফিফটি পেতে সাকিবের অপেক্ষা ২০ মাস, ২০ ইনিংসের।
সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরু ছিল ভালো-মন্দে মিশ্র। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে নিজেদের সর্বোচ্চ রানই আজ তোলে তারা। ৯.০০ ইকনোমিতে তুলেছে ৫৪ রান। স্কোরে ভালো রান জমা হলেও দলকে চাপে ফেলে গেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
যুক্তরাষ্ট্রের উইকেট ধীরগতির হওয়ায় ব্যাটাররা একদমই সহায়তা পাননি। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অবশ্য আজ ব্যাটাররা ভালো সাহায়তাই পাচ্ছেন উইকেট থেকে। সেই সুযোগ লাগাতে ব্যর্থ হয়েছেন শান্ত-লিটন। দুজনই ফিরেছেন ব্যক্তিগত ১ রান করে।
প্রথম দুই ম্যাচের মতো নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের ওপেনিং জুটি দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। আজ ওপেনিং জুটি ভেঙেছে ৩ রানে। তিন নম্বর থেকে পজিশন বদলে ওপেনিংয়ে ব্যাটিং করলেও ভাগ্য বদলায়নি শান্তর। দ্বিতীয় ওভারেই ফিরেছেন ড্রেসিংরুমে।
দুই ওপেনার বাঁহাতি হওয়ায় স্পিনার আরিয়ান দত্তকে বোলিং আক্রমণে নিয়ে আসে নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচে যিনি দলের একাদশেই সুযোগ পাননি। তাঁর প্রথম ওভারের দ্বিতীয় বল রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে বিক্রমজিত সিংকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। ফিরেছেন ৩ বলে ১ রান করে।
নিজের দ্বিতীয় ওভারে আরিয়ান ফেরান লিটন দাসকে। ২ বলে রান করা লিটন স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মিডউইকেটে। স্কয়ার লেগ থেকে মিডউইকেটে ছুটে গিয়ে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে তানজিদ তামিম ও সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় সামলে উঠছিল তারা। এর মধ্যেই নিজের উইকেট যেন অনায়াসে দিয়ে ফেরেন তামিম! লেংথ থেকে কাঁধ পর্যন্ত লাফিয়ে ওঠা বলটা পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বাস ডি লিডকে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার। দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ভাঙে ৩২ বলে ৪৮ রানের জুটি। ৫টি চার ও একটি ছক্কায় তামিম খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস।
প্রথম দুই ম্যাচে দারুণ দুটি ইনিংস খেলা তাওহিদ হৃদয় আজ আর ইনিংস বড় করতে পারেননি। টিম প্রিঙ্গেলর ঘূর্ণিতে বোল্ড হয়েছেন ১৫ বলে ৯ রানে। পঞ্ম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩২ বলে ৪১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন সাকিব। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ২৫ রানে ফেরেন মাহমুদউল্লাহ।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৯টি চারে ৬৪ রান করেন সাকিব। ১৩ তম টি-টোয়েন্টি ফিফটি করে সাকিব ফেরিয়ে গেছেন আড়াই হাজার রানও। ৭ বলে ১৪ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে। ৫ উইকেটে বাংলাদেশ তোলে ১৫৯ রান। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন ২টি করে উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর অনেকেই বলছিলেন, টি-টোয়েন্টিতে পুরিয়ে গেছেন সাকিব আল হাসান। অবসর নেওয়া পরামর্শ দিয়েছেন তাঁরা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ফিফটিতে সাকিব যেন সেসব সমালোচনারই জবাব দিতে শুরু করেছেন। ডাচদের ১৬০ রানের রেকর্ড লক্ষ্য ছুড়ে দিতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সর্বোচ্চ ১৫৯ স্কোর জমা করেছে বাংলাদেশ। ২০১৩ সালে পাকিস্তান করেছিল ১৫৮ রান।
সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করেছিলেন সাকিব। তারপর টি-টোয়েন্টিতে আরেকটি ফিফটি পেতে সাকিবের অপেক্ষা ২০ মাস, ২০ ইনিংসের।
সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরু ছিল ভালো-মন্দে মিশ্র। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে নিজেদের সর্বোচ্চ রানই আজ তোলে তারা। ৯.০০ ইকনোমিতে তুলেছে ৫৪ রান। স্কোরে ভালো রান জমা হলেও দলকে চাপে ফেলে গেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
যুক্তরাষ্ট্রের উইকেট ধীরগতির হওয়ায় ব্যাটাররা একদমই সহায়তা পাননি। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অবশ্য আজ ব্যাটাররা ভালো সাহায়তাই পাচ্ছেন উইকেট থেকে। সেই সুযোগ লাগাতে ব্যর্থ হয়েছেন শান্ত-লিটন। দুজনই ফিরেছেন ব্যক্তিগত ১ রান করে।
প্রথম দুই ম্যাচের মতো নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের ওপেনিং জুটি দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। আজ ওপেনিং জুটি ভেঙেছে ৩ রানে। তিন নম্বর থেকে পজিশন বদলে ওপেনিংয়ে ব্যাটিং করলেও ভাগ্য বদলায়নি শান্তর। দ্বিতীয় ওভারেই ফিরেছেন ড্রেসিংরুমে।
দুই ওপেনার বাঁহাতি হওয়ায় স্পিনার আরিয়ান দত্তকে বোলিং আক্রমণে নিয়ে আসে নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচে যিনি দলের একাদশেই সুযোগ পাননি। তাঁর প্রথম ওভারের দ্বিতীয় বল রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে বিক্রমজিত সিংকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। ফিরেছেন ৩ বলে ১ রান করে।
নিজের দ্বিতীয় ওভারে আরিয়ান ফেরান লিটন দাসকে। ২ বলে রান করা লিটন স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মিডউইকেটে। স্কয়ার লেগ থেকে মিডউইকেটে ছুটে গিয়ে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে তানজিদ তামিম ও সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় সামলে উঠছিল তারা। এর মধ্যেই নিজের উইকেট যেন অনায়াসে দিয়ে ফেরেন তামিম! লেংথ থেকে কাঁধ পর্যন্ত লাফিয়ে ওঠা বলটা পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বাস ডি লিডকে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার। দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ভাঙে ৩২ বলে ৪৮ রানের জুটি। ৫টি চার ও একটি ছক্কায় তামিম খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস।
প্রথম দুই ম্যাচে দারুণ দুটি ইনিংস খেলা তাওহিদ হৃদয় আজ আর ইনিংস বড় করতে পারেননি। টিম প্রিঙ্গেলর ঘূর্ণিতে বোল্ড হয়েছেন ১৫ বলে ৯ রানে। পঞ্ম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩২ বলে ৪১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন সাকিব। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে ২৫ রানে ফেরেন মাহমুদউল্লাহ।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৯টি চারে ৬৪ রান করেন সাকিব। ১৩ তম টি-টোয়েন্টি ফিফটি করে সাকিব ফেরিয়ে গেছেন আড়াই হাজার রানও। ৭ বলে ১৪ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে। ৫ উইকেটে বাংলাদেশ তোলে ১৫৯ রান। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন ২টি করে উইকেট নিয়েছেন।
২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
২২ মিনিট আগেবছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশ
১ ঘণ্টা আগেঅঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
১ ঘণ্টা আগেব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে