নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'
ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি।
আজ প্রথম দিনে বাংলাদেশ দলের সেরা বোলার তাইজুল। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৫ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজরা যখন অকাতরে রান বিলিয়েছেন একপ্রান্তে থেকে রান আটকানোর সঙ্গে উইকেটও নিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথে শুরু থেকে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারেননি দুই পেসার আর অফ স্পিনার মিরাজ। প্রথম সেশনে তাই ১ হারিয়ে ১০৭ রান তুলে ফেলে স্বাগতিকেরা।
দিনের দ্বিতীয়-তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তাইজুলের কণ্ঠে শুরুতে একটু বেশি রান দেওয়ার আক্ষেপ ঝরল, 'উইকেট প্রথম এক ঘণ্টার মতো বোলারদের পক্ষে ছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে যায়। আমরা যদি আরও একটু কম রানে তাদেরকে আটকে রাখতে পারতাম, হয়তো চাপে থাকত ওরা। চাপ বেশি থাকলে হয়তোবা ২-১টা উইকেট বেশি নেওয়ার সুযোগ থাকত। আমার মনে হয় রান একটু বেশি হয়ে গেছে।'
৩২ ওভারে ৭৭ রান দিয়ে তাইজুলের উইকেট তিনটি। প্রথম দিনের খেলায় দলের হয়ে সবচেয়ে বেশি ওভারের সঙ্গে সবচেয়ে কম ইকোনমি তাঁর। তাইজুল বললেন, 'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে বল একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যাচ্ছে। লাইন ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।'
ডারবান টেস্টের মতো পোর্ট এলিজাবেথও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একজন বোলার কম খেলানোর কারণে অন্যদের ওপর চাপ পড়ছে কি না—এমন প্রশ্নে তাইজুলের জবাব, 'উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণের কারণে চাইলেই তিনজন পেসার বা চারজন পেসার খেলাতে পারবেন না। আবার তিনজন স্পিনারও খেলাতে পারবেন না। সবারই একটু চাপ নিয়ে চ্যালেঞ্জটা নিতে হবে।'
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে