নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অধিনায়কত্ব নিয়ে তো চাপের মুখে আছেনই। কঠিন সময়ে মুমিনুল হকের ব্যাটটাও তাঁর হয়ে কথা বলছে না। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফর্মে ফেরাতে অবশ্য চেষ্টার কমতি রাখছেন না জেমি সিডন্স। চট্টগ্রামে আজ অনুশীলনের দ্বিতীয় দিনে অনেকটা সময় শিষ্যকে নিয়ে কাটিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স।
প্রথমে সেন্টার উইকেটে পেসার শরীফুল ইসলামকে নিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন মুমিনুল। পরে প্রেস বক্স প্রান্তের নেটে লম্বা সময় সিডন্স নিজেই মুমিনুলের থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। ব্যাটে-বলে দারুণ সংযোগের কোনো শট কিংবা ডিফেন্সে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অবিরত অনুপ্রেরণা দিয়ে গেছেন সিডন্স।
শট খেলার মাঝে কোনো ঘাটতি দেখতেই এগিয়ে এসে মুমিনুলকে হাতে-কলমে দেখিয়ে দেন সিডন্স। কয়েকটা শটে বলের গতির অনুযায়ী মুমিনুলের ব্যাট ঠিক সময়ে নামছিল না। থ্রোয়িং প্রান্ত থেকে মুমিনুলের দিকে সিডন্সের কণ্ঠ ভেসে উঠল, ‘মেনটেইন দ্য ফ্লো ম্যান’।
শুধু শিখিয়ে নয়, কথা দিয়েও মুমিনুলকে চনমনে রাখার চেষ্টা করে যাচ্ছেন সিডন্স। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। মুমিনুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত কি না—এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আমি ওকে সব সময় বলছি, চট্টগ্রামে তোমার ৭টি টেস্ট সেঞ্চুরি আছে। এবার তোমার সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার।’
৫১ টেস্টের ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি আছে মুমিনুলের। এর সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছন্দ ফিরে পেতে এ মাঠই সেরা মঞ্চ, সেটাই মনে করিয়ে দিচ্ছেন সিডন্স। ৫৮ বছর বয়সী কোচ আরও বলছেন, ‘সে এই মাঠ ভালোবাসে। চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও বেশ আত্মবিশ্বাসী।’
অধিনায়কত্ব নিয়ে তো চাপের মুখে আছেনই। কঠিন সময়ে মুমিনুল হকের ব্যাটটাও তাঁর হয়ে কথা বলছে না। বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফর্মে ফেরাতে অবশ্য চেষ্টার কমতি রাখছেন না জেমি সিডন্স। চট্টগ্রামে আজ অনুশীলনের দ্বিতীয় দিনে অনেকটা সময় শিষ্যকে নিয়ে কাটিয়েছেন ব্যাটিং কোচ সিডন্স।
প্রথমে সেন্টার উইকেটে পেসার শরীফুল ইসলামকে নিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন মুমিনুল। পরে প্রেস বক্স প্রান্তের নেটে লম্বা সময় সিডন্স নিজেই মুমিনুলের থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। ব্যাটে-বলে দারুণ সংযোগের কোনো শট কিংবা ডিফেন্সে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে অবিরত অনুপ্রেরণা দিয়ে গেছেন সিডন্স।
শট খেলার মাঝে কোনো ঘাটতি দেখতেই এগিয়ে এসে মুমিনুলকে হাতে-কলমে দেখিয়ে দেন সিডন্স। কয়েকটা শটে বলের গতির অনুযায়ী মুমিনুলের ব্যাট ঠিক সময়ে নামছিল না। থ্রোয়িং প্রান্ত থেকে মুমিনুলের দিকে সিডন্সের কণ্ঠ ভেসে উঠল, ‘মেনটেইন দ্য ফ্লো ম্যান’।
শুধু শিখিয়ে নয়, কথা দিয়েও মুমিনুলকে চনমনে রাখার চেষ্টা করে যাচ্ছেন সিডন্স। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। মুমিনুলের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত কি না—এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আমি ওকে সব সময় বলছি, চট্টগ্রামে তোমার ৭টি টেস্ট সেঞ্চুরি আছে। এবার তোমার সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার।’
৫১ টেস্টের ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি আছে মুমিনুলের। এর সাতটিই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ছন্দ ফিরে পেতে এ মাঠই সেরা মঞ্চ, সেটাই মনে করিয়ে দিচ্ছেন সিডন্স। ৫৮ বছর বয়সী কোচ আরও বলছেন, ‘সে এই মাঠ ভালোবাসে। চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও বেশ আত্মবিশ্বাসী।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে