গাজীর জয়ে বৃথা গেল সাকিবের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৬: ৩০
আপডেট : ০৩ মে ২০২৪, ১৮: ০০

সেঞ্চুরি যে সাকিব আল হাসানের কাছে হয়ে উঠেছিল অমাবশ্যার চাঁদ। অবশেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে আজ সেঞ্চুরি খরা কাটালেন সাকিব। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৫ বছর পর তিন অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে সাকিবের সেঞ্চুরির দিন ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  

বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচ। ২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রানরেট ভালো থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। ১০.৪ ওভারে দলটির স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫৪ রান। শেখ জামালের বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ নেন প্রথম চার উইকেট। গাজী গ্রুপের যে চার ব্যাটার প্রথমে আউট হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেন অধিনায়ক মেহেদি মারুফ। 

বিপদে পড়া গাজী গ্রুপের হাল ধরেন মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার ও মাহফুজুর রহমান রাব্বি। পঞ্চম উইকেটে ১১২ রানের জুটি গড়েন তাঁরা। ৩৮তম ওভারের চতুর্থ বলে সাব্বিরকে বোল্ড করে জুটি ভাঙেন ইয়াসির আরাফাত মিশু। ৯১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন সাব্বির। সাত নম্বরে মইন খান নেমেও তাড়াতাড়ি আউট হয়েছেন। ৩৮তম ওভারের চতুর্থ বলে মইনকে ফেরান শফিকুল ইসলাম। সাব্বির-মইনের বিদায়ে গাজী গ্রুপের স্কোর হয়ে যায় ৩৯.৪ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান।

৬৮ বলে দরকার ১০৭ রান, হাতে ৪ উইকেট—গাজী গ্রুপকে জিততে হলে কঠিন পথই পাড়ি দিতে হতো। এমন কঠিন সময়ে ১০৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। সপ্তম উইকেটে শেখ পারভেজ জীবনের সঙ্গে ১০৬ রানের জুটি গড়তে অবদান রাখেন রাব্বি। শেষ পাঁচ বলে জিততে গাজীর জন্য ১ রান দরকার, সে সময় আউট হন ১২৫ রান করা রাব্বি।১১৮ বলের ইনিংসে মেরেছেন  ৩ চার ও ১২ ছক্কা। শেষ ওভারের দ্বিতীয় বলে রাব্বির উইকেট নেন তাইবুর রহমান। ঠিক তার পরের বলেই আব্দুল গাফফার সাকলাইনকে ফেরান তাইবুর। তাইবুর যখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে, তখনই ছক্কা মেরে গাজীকে রুদ্ধশ্বাস জয় এনে দেন মাসুম খান টুটুল। ২ বল হাতে রেখে পাওয়া ২ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন রাব্বি।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জামাল। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেন সাকিব। ৭৯ বলের ইনিংসে ৯ চার ও ৭ ছক্কা মেরেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর আজ পেলেন সেঞ্চুরির দেখা।

৩৯ তম ওভারের চতুর্থ বলে গাজী গ্রুপের স্পিনার শেখ পারভিজ জীবনকে লং অফে ঠেলে সিঙ্গেল নেন সাকিব। এই সিঙ্গেলেই ৭৩ বলে সেঞ্চুরি পেয়ে গেলেন সাকিব। তিন অঙ্ক ছোঁয়ার পর অবশ্য তাঁর তেমন বাধভাঙা উদযাপন ছিল না। হেলমেট না খুলে ব্যাটটা হালকা একটু উঁচিয়ে ধরেছেন। সতীর্থ ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে করমর্দন করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তারপর তাঁকে (ইয়াসির) জড়িয়ে ধরেন সাকিব।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের ফেসবুক পেজে সাকিবের সেঞ্চুরির মুহূর্ত নিয়ে একটি রিলস বানিয়েছে। ক্লাবটি লিখেছে, ‘সেঞ্চুরির মুহূর্ত।’ এই বাক্য লেখার পর সেঞ্চুরি ও আগুনের ইমোজি দিয়েছে। ইমোজি দেওয়ার পরে লিখেছে, ‘আমাদের ৭৫।’ শেষে রাজার মুকুট ও পেশিশক্তির ইমোজি ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত